পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ঠাকুর মঙ্গল কৃপা স্বস্ত্রীক লভিয়া । ময়নাডাল জঙ্গলেতে থাকেন বসিয় ॥ গদাধর পরিবার মঙ্গল ঠাকুর। নয়নানন্দের শিষ্য করুণ। সাগর ॥ এমতে জানিবে তুমি গদাধর দয়া । নৃসিংহানন্দেতে আছে পূর্ণরূপ হ’য়া ॥ সেই মনোহরসাহী কীৰ্ত্তন প্রধান । আনন্দেতে করে সবে করিয়া সম্মান ॥ যেই মহা সংকীৰ্ত্তন করি প্রবর্তন । শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রভু তারে জগজ্জন ৷ তার আর তিন ভাব হইল ক্রমেতে । বৈঠকেতে সে কীৰ্ত্তন চলিল জগতে ॥ সুরতাল ভাজি আর আখির মিশায়ে । খোল করতাল সহ ভাবে মুগ্ধ হ’য়ে ॥ কীৰ্ত্তনের মধ্যে হয় নামসংকীৰ্ত্তন। নৃত্যকরি উচ্চৈস্বরে করে সৰ্ব্বজন ॥ কীৰ্ত্তন অপর রূপ নামরস তার । রসিকের সনে তাহ বিবিধ প্রকার ॥ কিন্তু ভাই এক কথা বলি রাখি এবে । রসিক না হয় কন্তু জগভেতে সবে। সহজিয়া কৰ্ত্তাভজা বহুত প্রকার। তাদের মনেতে সদা রসিক আকার ॥