পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ፃ ស្មោ যাহা মনে আসে ভাই তাহাই প্রকাশে । চৈতন্তের শিক্ষা বলি তুলিয়া আকাশে ॥ গেীর প্রচারিত তত্ত্ব সেই নাহি জানে । কিন্তু তাই আপনাকে বড় করি মানে ॥ তত্ত্বপ্রচারক বলি নাম সেই লয় । প্রতারণা কাৰ্য্য তার তত্ত্ব নাহি হয় ॥ এই সকল জনে ভাই খুব সাবধান । পার যদি কর তার তখনই বিধান ॥ নিদ্রাভাঙ্গি তার সঙ্গ তখনই বর্জিবে । দূরে গিয়া বিষ্ণুস্মরি হরিনাম লবে। চৈতন্য দোহাই দিয়া যে জন কুপথে । মানবে লইতে চাহে কণ্টক বিপথে ॥ তাহার সমান পাপী জগতেতে নাই । হলাহল পূর্ণ তাহে সে নহে গোসাঞি। খৃষ্টান ধৰ্ম্মেতে আছে শয়তান’ কথা । জানিবে সে শয়তান না হয় হয় অন্তথা ॥ লোক ভুলাইতে তার জন্ম এ সংসারে। নিজেত বিষমপাপী, পাপী সবে করে ॥ সেইজন ঘুষ খেয়ে সৰ্ব্বনাশ করে । জগৎ জ্বালাতে পারে কার্য্যসিদ্ধি তরে। আপনিত ঘুষ খায় পাপ কৰ্ম্ম করে। অপরকে ঘুষ দিতে আর চেষ্টা ধরে।