পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8> یمینی مجیمجی هه جی. یعیم-۰۹عیتخمیرحبیبیحه শ্ৰীকৃষ্ণচৈতন্য বড় শকত ঠাকুর । ছিদ্র নাহি দেন তার শিক্ষার ভিতর ॥ ছোট হরিদাস কথা সদা মনে ধর । যোষিৎসঙ্গ-সঙ্গিসঙ্গ কভু নাহি কর । ওহে প্রভু দয়াময় দেখেছি তোমায় । ঐ সকল জনে সদা করিতে বিদায় ॥ অসাম্প্রদায়িক মত যত কিছু হয় । তোমাকে দেখিলে তারা পায় অতি ভয় ॥ বৈষ্ণব বলিয়া তারা বহুদিন হ’তে । গোজামিল দিয়া চলে জড় সংসারেতে ॥ অলক্ষিত ভাবে তারা ভুল পরিচয়ে । বৈষ্ণব সমাজে মেশে ছদ্মবেশী হ’য়ে । জড়াশ্রিত জন সব সেইভাব দেখি । বৈষ্ণবে অগ্রদ্ধা করে তত্ত্ব নাহি লখি ॥ ভেবেছিল তারা সবে বৈষ্ণবের ধৰ্ম্ম । অসৎ আচার আর অতি অপকৰ্ম্ম ॥ ভাবেনিকে তারা মনে জানেনিকো তারা। চৈতন্ত্যের তত্ত্ব শিক্ষা বড় মনোহর ॥ নিগূঢ় চৈতন্য শিক্ষা যেন শুদ্ধ হেম। মিশ্রিত না হয় তাহা মাত্র শুদ্ধ প্রেম ৷ সে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের প্রধান। জ্ঞানী মুনি ঋষি যার অন্ত নাহি পান ॥ &