পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূক্তিবিনো চরিত 6 & কুশিক্ষা সুশিক্ষা ভাই জগতেতে আছে। যার যাতে মন লয় সেই তাতে গেছে। গোরার দোহাই দিয়া কুশিক্ষা প্রচার । যেবা করে নাহি যায় শুদ্ধভক্তি ধার। জগদানন্দের কথা রাখ ভাই মনে । কুটনাট ছাড়ি ভজ গোরার চরণে । গোরাকে ধরিতে হ’লে তব দয়। চাই । ভকতিবিনোদ প্রভু কিসে কৃপা পাই ॥ দয়াকরি বল মোরে দয়াল ঠাকুর । গৌর শিক্ষা যাহা তুমি দিয়াছ মধুর । কেমনে লভিব আমি সেই শিক্ষ। এবে। তব দয়া নাহি পেলে বৃথা দিন যাবে। দুষ্ট বুদ্ধি মিথ্যাবাদী ঠগ বহুজন। নিজ মত চালাইয়া করে প্রবঞ্চন ॥ মুখে বলে গোর শিক্ষা সেই সব হয়। কিন্তু কোনকালে ভাই তাহা কভু নয়। গোস্বামী সিদ্ধান্ত নহে সেই সব কথা । আপনার মনোমত গড়ে যথা তথা । মনে করে ফাকি দিবে গোরাকে সে জন । গোরা অন্তর্যামী জানে সে ফাকি কেমন ॥ চিত্ত শুদ্ধ হয়ে ভাই গোরা আজ্ঞা পাল। গোরা শিক্ষা জগতেতে করুহ বাহাল ॥