পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ļo প্রথম কারণ। তিনি আমাকে এত ভাল বাসিতেন যে তাহার মনের কথা সৰ্ব্বদাই সরল প্রাণে আমাকে বলিয়া আমার সহিত একযোগে সকল কার্য করিতেন । শ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুর যে দিবস নিত্যলীলায় প্রবেশ করিলেন সে দিবস আমরা দুই জনে কতই র্কাদিয়া কাদিয়া অকুল পাথরে ভার্সিয়া ঠাকুরের শেষ ক্রিয়া সাঙ্গ করিয়া ঠাকুরের আজ্ঞাতুযায়ী তাহার শেষ বস্তু মাথায় করিয়া লইয়া আসিয়া প্রথমতঃ ভক্তিভবনে রক্ষা করিয়া পরে কাদিতে কাদিতে স্বরূপগঞ্জে শ্রীস্বানন্দ সুখদ কুঞ্জে স্থাপন করি এবং তদুপরি ক্রমে কয়েকজন ভক্তিবিনোদ দাসের সহায়তায় ও বিশেষত: মদীয় কনিষ্ঠ শুদ্ধভক্তি সংরক্ষক ইঞ্জিনিয়র শ্রমান শৈলজাপ্রসাদ দত্ত ভায়ার সাহায্যে মন্দিরের নক্সা প্রস্তুত করাইয়া তাহারই তত্ত্বাবধানে স্থানীয় মনিরুদিন মিস্ত্রিব দ্বার সমাধিমন্দির নিৰ্ম্মান করাই । ঠাকুরের তিরোভাবের পর হইতেই বাবাজী মহাশয় শীঘ্রই দেহ রক্ষা করিবেন বলিয়া আমার নিকট প্রকাশ করিলে আমি তাহণকে জানাইরাছিলাম যে তিনি ঠাকুরের নিকট আসিলে ঠাকুরের সেবা আমরা দুই জনে করিতেছিলাম, কিন্তু তিনি যদি পুনরায় চলিয়া যান তাহা হইলে আমি পুনরায় একাকী কি করিয়া সেবা করিব । তাহাতে তিনি আমাকে অনেক আশ্বাস দিয়া বলেন যে ঠাকুর তাহার সেবা অামারই উপর অর্পণ করিয়া গিয়াছেন। ঠাকুর তাহার জীবনী এবং অপ্তান্ত বছ ভক্তিগ্রস্থ স্বহস্তে লিখিয়া যাহা আমাকে বহুদিন যাবৎ