পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీలి ভক্তিবিনোদ চরিত S SAAAAAA AAAA AAAA AAAAAS SAAAAAS AAAAA AAAA TA AM AAAAS সাধুপদাশ্রয় ভিন্ন তত্ত্ব নাহি ফুরে। তাই আমি সাধি তোমা সাধুপদতরে ॥ পণ্ডিত জগদানন্দ গৌরাঙ্গের বন্ধু। গৌর কৃপা লভি হন করুণার সিন্ধু। পড়ে দেখ তার লেখা ‘প্রেমবিবৰ্ত্ত ভাই । তাহ’লে ফুটিবে চক্ষু আর ছঃখ নাই ॥ পণ্ডিত ঠাকুর কৃপা অবশ্য লভিবে। তত্ত্বের বিরুদ্ধ বাক্যে শ্রদ্ধা নাহি রবে । পণ্ডিতের উক্তি এই লিখি আমি হেথা । গুরু জ্ঞানে নাহি লও যাও যথা তথা । “গদাই-গৌরাঙ্গ মোর প্রাণের ঈশ্বর। আন কিছু মুখে না আইসে অতঃপর। গদাই-গৌরাঙ্গে মুঞি রাধাখ্যাম জানি। ষোলক্রোশ নবদ্বীপ বৃন্দাবন মানি ॥ যশোদানন্দনে আর শচীরনন্দনে । যে জন পৃথক দেখে সে না মরে কেনে ৷” এ সকল কারণেতে না পারি থাকিতে । অবশু বলিতে হয় ব্যথা লাগে চিতে ॥ “তত্ত্ব ভ্রম চতুষ্টয় বড়ই বিষম। স্বীয়তত্ত্বে ভ্রম আর কৃষ্ণতত্ত্বে ভ্ৰম ॥ সাধ্য-সাধনেতে ভ্রম বিরোধী বিষয়ে । চারিবিধ তত্ত্বভ্রম বদ্ধ জীবচয়ে ।”