পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত * = موخه SAAAAAA SAAAAA SAAAAAMAMAAAS AAAAAA বুঝে নাকে তারা সবে কি নাম গাইছে। মনের হরিষে তারা আনন্দে নাচিছে ৷ এখন যদি বা বলি ও নামেতে ভুল। তাহাতে ঘটিবে তবে বিষম সস্কুল ৷ যদি বা নিকট-ব্যক্তি সাবধান হবে । গ্রামে গ্রামে বিদেশেতে কেমনে জানিবে । একবার যাহা ঠিক বলি বাহিরিছে । কেমনে সে মুখে পুনঃ বলি তাহা মিছে ৷ নিজের সিদ্ধান্তে তবে দোষ বাহিরিবে । সিদ্ধান্তবিহীন বলি লোকে গালি দিবে। এমত সঙ্কটে মোরে করহ উদ্ধার । তুমি বিনাগতি নাহি জানহ আমার ॥ তত্ত্ব কথা বুঝিবার লোক নাহি আছে। তুমিত এখন গুরু বলি তোমা কাছে ॥ ভাগ্যে মুঞি তব পদে পেয়েছিন্ন স্থান । শুদ্ধ ভক্তি তত্ত্ব কথা শুনিতেছে কান ৷ এতদিনে হইলেক হৃদয় বিশুদ্ধ। তোমা কৃপা ব্যতিরেক সকলি অশুদ্ধ ॥ তত্ত্বের আচাৰ্য্য তুমি সপ্তম গোসাঞি। তোমা পদ লাভ ভিন্ন আর গতি নাই । নির্জনে থাকিয় তুমি হরিনাম কর। চক্ষুর আড়ালে থাকি মহাশক্তি ধর ।