পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وی ভক্তিবিনোদ চরিত বিশুদ্ধ বৈষ্ণব তত্ত্বে তুমিত প্রবীন। তোমা ছাড়া আর সব হয় অৰ্ব্বাচীন। বহুদেশ ঘুরিয়াছি, কিন্তু বড় দুঃখ । ভক্তিতত্ত্ব শূন্ত সব নাহি পাই মুখ ৷ আমার গুরুর গুরু জগন্নাথদাস । এবে ক’রেছেন তিনি নিত্যলীলা বাস । বৈষ্ণবমুকুটমণি এবে তুমি হও । গৌরচন্দ্র নিজ-শক্তি অন্য কেহ নও । তুমি যবে অপ্রকট ধরায় হইবে । আকুল পাথারে লোক হাবু ডুবু খাবে। তোমার লিখিত গ্রন্থ হইবে সম্বল । যাহা পড়ি লোক সব মনে পাবে বল ॥ আমাকে বিপদ হ’তে উদ্ধারহ তুমি । তোমা বিনা গত্যন্তর জানিনাকে আমি । জগন্নাথদাস কৃপা তোমাতেত আছে। তাই আমি মাগি কৃপা তব পদ কাছে ॥ তত্ত্বভ্রম মহাভ্রম এবে জানিয়াছি । তাই তব পদ প্রাস্তে আশ্রয় লভেছি। এত কথা নিবেদন যবে সে করিল। ভকতিবিনোদ প্রভু তারে উত্তরিল। শ্রদ্ধা ভক্তি যদি তব থাকে কিছু মনে । তবে আমি কিছু বলি শুনহ আপনে ॥