পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত AAMAAA AAAA AAAAA হরিনাম মহামন্ত্র অতি শুদ্ধ হয়। র্তাহাকে বিকৃত করা ভাল কাৰ্য্য নয় ॥ যা হবার হইয়াছে তুমি কি করিবে । অতঃপর হরিনাম মহামন্ত্র লৰে ॥ চেষ্টা কর বলিবার শুদ্ধ হরিনাম । বত্ৰিশ অক্ষর ষোল নাম হরি নাম ॥ তাহাতেই পূৰ্ব্ব দোষ তোমার খণ্ডিবে। নিতাইয়ের দয়া তুমি তাহাতেই পাবে ॥ নিতাইয়ের কাছে তুমি হও অপরাধী । র্তার কৃপা পেতে আর না হও বিরোধী । নিতাই করিলে দয়া তোমার নিস্তার। নিশ্চয় জানিবে এই বচন আমার ॥ নিত্যানন্দে তত্ত্বভ্রম তোমার হয়েছে । সেই ভ্ৰমে অপরাধ তোমাতে রয়েছে। এখনো যদিব৷ তুমি না বুঝিয়া চল । ‘স্বকৰ্ম্মফলভুক্ৰপুমান তোমার সম্বল ৷ শুনহে চরণদাস আমি যাহা বলি । তোমার কল্যাণ হেতু জানিবে সকলি ॥ জগন্নাথদাস কৃপা রয়েছে তোমাতে । খৰ্ব্ব নাহি কর তুমি তাহ সাধ্য মতে ॥ অন্যথা করিলে পরে স্থলিত হইবে। স্থলিত জনের স্তায় মহাদুঃখ পাবে ॥