পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ© ভক্তিবিনোদ চরিত SAASAASAASAASAAMAMAMS তোমার দাসের দাস আমি যোগ্য নই। তথাপি তোমার কৃপা বঞ্চিত না হই । আমার সৌভাগ্য তাহ যাহার বলেতে। তব পদরজঃরেণু ধরেছি মাথেতে । ঐ পদ বিনা আর অন্ত গতি নাই । চক্ষুঃযদি থাকে তবে দেখিবেত ভাই । ধরিলে তোমার পদ গৌরাঙ্গ মিলিবে । গৌরাঙ্গ মিলিবে সঙ্গে রাধাকৃষ্ণ পাবে। গৌররূপে কৃষ্ণ আসি হইয়া উদয়। জীব নিস্তারিতে হন মহা দয়াময় । রাধিকার অঙ্গকাস্তি সে গৌর দেহেতে। সদাই খেলিছে ভাই মন হরে যাতে ॥ রূপানুগ ভাবে থাকি জগতে দেখালে । কৃষ্ণ সেবা আস্বাদন তাহাতে করিলে ৷ আমরা অযোগ্য প্রাণী কেমনে বুঝিব। সে বড় নিগৃঢ় কথা কেমনে জানিব ৷ জড়েতে প্রমত্ত হয়ে রহিয়াছি মোরা । সচ্চিদৃ আনন্দভাব সে কেমন ধারা ॥ তাই মাগি তব কৃপা ওহে দয়াময় । ভকতিবিনোদ প্রভু জানহ নিশ্চয় ॥ তব কৃপা নাহি পেলে কেমনে জানিব তব কৃপা ব্যতিরেকে অন্ধ হয়ে রব ॥