পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ¢ ভক্তিবিনোদ চরিত ইথে অন্য বৃদ্ধি যদি মনে তব জাগে । সাবধান হও ভাই সকলের আগে ॥ সরল অন্তরে ভাই মন ধুয়ে ফেল । শাঠ্য কপটতা তাহে কভু নাহি গেল। সরলতা শূন্ত আর শাঠ্য কপটতা । প্রমাদ ঘটায় ভাই জানহ বারত ॥ বাহিরেতে যোগী সাজ ভিতরেতে অন্ত । তাহাতে হইবে তুমি অধমাগ্রগণ্য ॥ শঠ লোক বাহিরেতে প্রশংসা করিবে । অন্তরেতে ঘৃণা করি থুতু গালি দিবে। সেই থুতু গালি খেয়ে সদগতি তোমার। কভু নাহি হবে ভাই না হবে উদ্ধার ॥ নরকে পচিবে ভাই সাধু সাজ সেজে । খলের দুর্গতি পাবে পুড়ি নিজ তেজে ॥ খল তেজ ভাল নয় সৰ্ব্বশাস্ত্রে কয় । ভক্তি ভেজ সম্মুখেতে তাহা দগ্ধ হয়। বিষিকিষণের কথা দেখিবেক পড়ি। ভক্ততেজ পারে তাকে ছিড়িতে উপাড়ি ॥ কপট স্বভাব হয় সে বিসিকিষণ । আপনাকে বিষ্ণু বলি করয় মনন ৷ ভক্তের কাণেতে যবে এ কথা পশিল । যোগ বলে কপট সে খল ধ্বংস হ’ল ৷