পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጫቖ ভক্তিবিনোদ চরিত ঔরঙ্গজেবের নাম সৰ্ব্বজন জানে । মন্দির চূড়াতে আলো দেখে বৃন্দাবনে ৷ দিল্লিতে বসিয়া আলে। প্রচুর দেখিল। তৎক্ষণাৎ তাতে তার চক্ষুঃ ঝলসিল । অজ্ঞান সে তমসাচ্ছন্ন কিছু না বুঝিল । কুপিয়া তাহার বাৰ্ত্ত। তবেত পুছিল ৷ হিন্দুর বিদ্বেষী সেই বাদসাহ হয়। হিন্দুর মন্দিরে আলো গাত্রে নাহি সয় ॥ সকালেতে উঠি তবে মন্ত্রী ডাকাইল । কোথায় কাহার আলো ভালত জানিল ৷ শুনিল সে নাম তার বুন্দাবন ধাম । যথায় বৈষ্ণবগণ করে হরিনাম । গোবিন্দ জীউর তথা মন্দির অতু্যচ্চ । মানসিংহ মহারাজ ধনে মানি তুচ্ছ । নিৰ্ম্মাণ করিল যাহা মনোমুগ্ধ হয়। আকবর আজ্ঞা তাতে ছিলত নিশ্চয় ॥ এত যদি মন্ত্রিবর কহিল তাহাকে । হিন্দুর বিদ্বেষী সাহ না মানে কাহাকে ॥ ভাঙ্গিতে হুকুম দিল মন্দির তখনি । উঠিল জগতে তবে হাহাকার ধ্বনি ॥ জয়পুরাধীশ তবে সে কথা শুনিল । গোবিন্দের রক্ষা কার্য্য মনন করিল।