পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত Ե e গোবিন্দের দাস সেই গোবিন্দের কার্য্য । মস্তকে ধরিয়া করে যাহা অনিবার্ষ্য । বাদসহি সনে বাদ করা ভাল নয় । চিন্তিয়া সে মহারাজ অন্য পন্থ লয় । গোবিন্দজী গোপীনাথে স্বদেশে লইয়া । লুকাইয়া রাখে রাজা হৃষ্ট চিত্ত হঞা ॥ মদনমোহন মূৰ্ত্তি তবে চলি গেল । করোলির রাজা তবে তার কৃপা পেল ॥ গোবিন্দজী গোপীনাথ মদনমোহন । র্যাদের অবজ্ঞা করি স্নেচ্ছের নিধন ॥ বাদসাহ সৈন্য তবে হুড়মুড় করি। বৃন্দাবনে আসিলেক দুষ্ট বল ধরি ॥ ভাঙ্গিল মন্দির সেই অত্যুচ্চ প্রধান । গোবিন্দ জীউর যাতে ছিল অবস্থান ॥ দেখিতে না পেল তারা ঠাকুর বিগ্রহ । দেশ ভষ্ম করি তারা পাইল নিগ্রহ ॥ সেই পাপ স্পর্শে তবে সেই বাদসায় । মোগল বংশের তাতে সৰ্ব্বনাশ হয় ॥ এ দিকেতে মহারাজ জয়পুরাধীশ। আমোদে থাকিল ল’য়ে জগত অধীশ। গোবিন্দজিউর সেবা সাধ্য মত করে । গোবিন্দ জিউকে রাখি আপনার ঘরে ॥