পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I w) ভক্তিবিনোদ চরিত স্বয়ং গীতাভাষ্য ছাপি তারিল জগৎ । বলদেব ভাষ্য তবে হইল মহৎ ॥ উড়ীয়া গৌড়ীয়া সবে সেই শিক্ষা পে’ল । তমসাচ্ছন্ন আঁধার তাহাতে নাশিল ॥ - গীত। ব্যাখ্যা অপরূপ সকলেই করে। শুদ্ধ ভক্তি ধার দিয়া ব্যাখ্যা মাতি ধরে ॥. ভকতিবিনোদ প্ৰভু তাহদের ভরে। ভক্তি ব্যাখ্যা আনি দিল প্রতি ঘরে ঘরে ॥ সে সব চৈতন্য কৃপা জানহ নিশ্চয় । গোরা কৃপা ব্যতিরেকে কিছু নাহি হয় ৷ দয়াল ঠাকুর মোর গোরানিজজন । তার পদে লও মাথা শুদ্ধ করি মন ॥ অবশ্য লভিবে তুমি গেীর ভক্তি দয়া । হবে তুমি শুদ্ধ ভক্ত কাটিবেক মায়া ॥ ঠাকুরের গ্রন্থ পড় শুদ্ধ চিত্ত মনে । অবশ্য পাইবে দেখা তুমি তার সনে ॥ ভক্তিভরে যদি তুমি পুজহ তাহারে। অবশ্য পাইবে কৃপা বিশ্বাস আমারে ॥ গোস্বামীর গ্রন্থ সব মন্থন করিয়া । ভকতিবিনোদ প্রভু দিয়াছেন গিয়া ॥ তত্ত্বের সিদ্ধান্ত সব যে যে গ্রন্থে হয় । বাঙ্গালা ভাষাতে তার প্রচার করয় ॥