পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ge শ্ৰীমদ্ভগবদগীতা । রক্ষা, সমাজ রক্ষা, দেশ রক্ষা, সমস্ত প্রজার রক্ষণ, ধৰ্ম্মরক্ষার জন্যও যুদ্ধ উপস্থিত হয়। এইরূপ যুদ্ধে যোদ্ধার অধৰ্ম্ম সঞ্চয় ন হইয়া পরম ধৰ্ম্ম সঞ্চয় হয়। এখানে কেবল স্বধৰ্ম্ম পালন নহে, তাহার সঙ্গে অনন্ত পুণা সঞ্চয় । এরূপ ধৰ্ম্মযুদ্ধ যে যোদ্ধার অদৃষ্টে ঘটে, সে পরম ভাগ্যবান। অর্জুনেয় সেই সময় উপস্থিত, এরূপ যুদ্ধে অপ্রবৃত্তি পরম অধৰ্ম্ম—অনর্থক স্বধৰ্ম্মপরিত্যাগ । অৰ্জুন সেই অনর্থক স্বধৰ্ম্মপরিত্যাগরূপ ঘোরতর অধৰ্ম্মে প্রবৃত্ত । ইহার কারণ আর কিছু নহে। কেবল স্বজনাদি নিধনের ভয় । সেই ভয়ে ভীত শোকাকুল বা মুগ্ধ হইবার কোন কারণ নাই, তাহা ভগবান বুঝাইলেন ; বুঝাইলেন যে কেহ মরিবে না-কেন ন। দেহী অমর। ষাইবে কেবল শূন্তদেহ, কিন্তু সেটা ত জীর্ণ বস্তু মাত্র । অতএব স্বজনবধাশঙ্কীয় ভীত হইয়। স্বধৰ্ম্মে উপেক্ষ অকৰ্ত্তব্য । এই ধৰ্ম্মযুদ্ধের মত এমন মঙ্গলময় ব্যাপার ক্ষত্রিয়ের আর ঘটে না । ইহাই শ্লোকার্থ। যদৃচ্ছয়া চোপপন্নং স্বৰ্গদ্বারমপাবৄতং । সুখিন: ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম ॥ ৩২ ॥ মুক্ত স্বৰ্গদ্বার স্বরূপ ঈদৃশ যুদ্ধ, আপন হইতে যাহা উপস্থিত হইয়াছে, সুখী ক্ষত্রিয়েরাই ইহা লাভ করিয়া থাকে । ৩২ । অথ চেত্ত্বমিমং ধৰ্ম্ম্যং সংগ্রামং ন করিষ্যসি । ততঃ স্বধৰ্ম্মং কীৰ্ত্তিঞ্চ হিজ্ব পাপমবাপস্যসি ॥ ৩৩ ॥ আর যদি তুমি এই ধৰ্ম্ম্য যুদ্ধ না কর, তবে স্বধৰ্ম্ম এবং কীৰ্ত্তি পরিত্যাগে পাপযুক্ত হইবে। ৩৩ ।