১৫২ শ্ৰীমদ্ভগবদগীতা । কৰ্ম্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যক্ত মনীষিণঃ। জন্মবন্ধবিনিম্মুক্তাঃ পদং গচ্ছন্ত্যনাময়ম ॥ ৫১ ॥ বুদ্ধিযুক্ত জ্ঞানিগণ কৰ্ম্মজনিত ফল ত্যাগ করিয়া, জন্ম বন্ধ হইতে মুক্ত হইয়া অনাময়পদ প্রাপ্ত হয়েন । “বুদ্ধিযুক্ত”–বুদ্ধিযোগাবলম্বী । অনাময়পদ—সৰ্পোপড়বশৃষ্ঠ বিষ্ণুপদ। (খ্ৰীধর) যদা তে মোহকলিলং বুদ্ধিব্যতিতরিষ্যতি । তদা গন্তাসি নির্বের্বদং শ্রোতব্যস্য শ্রমতস্য চ ॥ ৫২ ৷ যবে তোমার বুদ্ধি মোহকানন অতিক্রম করিবে, তবে তুমি শ্ৰোতব্য এবং শ্রত বিষয় সকলে বৈরাগ্যপ্রাপ্ত হইবে । এই ফল কামনা পরিত্যাগপূৰ্ব্বক অনাময়পদ কিসে পাওয়া যায় ? যখন, মোহ ব৷ দেহাভিমান হইতে উত্তীর্ণ হওয়া যায়, তখন সমস্ত শ্রুত বা শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য বা কামনাশূন্তত জন্মে স্বর্গাদি সুখ, বা রাজ্যাদি সম্পদ, কোন বিষয়েরই কথা শুনিয়া মুগ্ধ হইতে হয় না । শ্রীতিবিপ্রতিপন্না তে যদা স্থাস্ততি নিশ্চলা । সমাধাবচল বুদ্ধিস্তদা যোগমবাপ্ৰস্তসি ॥ ৫৩। তোমার “শ্রীতিবিপ্রতিপন্না” বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল৷ ( সুতরাং ) মচলা হইয়া থাকিবে, তখন যোগপ্রাপ্ত হইবে । ৫৩ ৷ “শ্রীতিবি প্রতিপল্লা” । বিপ্রতিপন্ন অর্থে বিক্ষিপ্ত । ৯ কিন্তু শ্ৰুতি কি ? শ্রীতি, যাহাঁ শুনা গিয়াছে—আর শ্রুতি, বেদকে
- Amglice—distracted.