ভূতীয় অধ্যায় । - 3*@ কৰ্ম্মেন্দ্ৰিয়ৈঃ কৰ্ম্মযোগমসক্ত: স বিশিষ্যতে ॥ ৭ ॥ হে অৰ্জুন ! যে ইন্দ্রিয় সকল মনের দ্বারা নিয়ত করিয়া অসক্ত হইয়া কৰ্ম্মেন্দ্রিসের দ্বারা কৰ্ম্মযোগের অনুষ্ঠান করে, সেই শ্ৰেষ্ঠ । ৭ । নিয়তং কুরু কৰ্ম্ম ত্বং কৰ্ম্ম জ্যায়ো হাকৰ্ম্মণঃ । শরীরযাত্রাপি চ তে ন প্রসিপে, দ + "-1; i ৮ ॥ তুমি নিয়ত কৰ্ম্ম করবে। কৰ্ম্মশূন্তত হইতে কৰ্ম্ম শ্রেষ্ঠ । কৰ্ম্মশূন্ত তায় তোমার শরীরব ত্রা ও নিৰ্ব্বাহ হইতে পারে না । ৮ । “তং কিং কৰ্ম্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব !” অৰ্জ্জুনের প্রশ্নের, ভগবান এই উত্তর দিলেন । উত্তর এই, যে কৰ্ম্ম ত্যাগ কেহই করিতে পারে না, এবং কৰ্ম্মত্যাগ করিলেই সিদ্ধি ঘটে না । কৰ্ম্ম না করিলে তোমার জীবনযাত্রা নিৰ্ব্বাহের সম্ভাবনা নাই । অতএব কৰ্ম্ম করিবে । তবে যদি কৰ্ম্ম করিতেই হইল, তবে যে প্রকারে করিলে কৰ্ম্ম মঙ্গলকর হয়, তাঁহাই করিবে । কৰ্ম্ম যাহাঁতে শ্রেরঃসাধক হয়, তাহার দুইটা নিয়ম কথিত হইল । প্রথম, ইন্দ্রিয় সকল * মনের দ্বারা সংযত করিয়া, দ্বিতীয়, অনাসক্ত হইয়া কৰ্ম্ম করিবে। তদতিরিক্ত আর একটী নিয়ম আছে । তাহাই সৰ্ব্বোৎকৃষ্ট ও সৰ্ব্বশ্রেষ্ঠ, এবং কৰ্ম্মযোগের কেন্দ্রীভূত। তাহ পরবর্তী শ্লোকে কথিত হইতেছে ।
- > ジ
إيواء
- ভাষ্যকারের বলেন---কেবল জ্ঞানেশ্রিয় সকল ।