পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
শ্ৰীমদ্ভগবদ্গীতা।

স্মরণ করিতে হইবে। নিজ বধার্থ উৎপন্ন শক্রকে দ্রোণ শিদুষ্পাঠ্য দিয়াছিলেন। আচার্য্যের ধর্ম্ম বিদ্যা দান।

অত্র শূরা মহেস্বাসা ভীমার্জ্জুনসমা যুধি।

যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ॥ ৪ ॥

ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্য্যবান।

পুরুজিৎ কুস্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ॥ ৫ ॥

যুধামন্ত্রাশচ বিক্রাস্ত উত্তমৌজা চ বীর্য্যবান।

সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্বব এব মহারথীঃ ॥ ৬ ॥

 ইহার মধ্যে শূর, বণিক্ষেপে মহান্, যুদ্ধে ভীমার্জ্জুন তুল্য, যুযুধান, (১) বিরাট, (২) মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, (৩) চেকিতান, বীর্য্যবান্ কাশীরাজ, পুরুজিৎ, কুস্তিভোজ, (৪) নরশ্রেষ্ঠ শৈব্য, বিক্রমশালী যুধামন্যু, বীর্য্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র, (৫) দ্রৌপদীর পুত্ত্রগণ, ইহারা সকলেই মহারথ। ৪, ৫, ৬ ।

 (১) যুযুধান—যদুবংশীয় মহাবীর সাত্যকি। (২) দ্রুপদ, বিরাট, সাত্যকি, ধৃষ্টকেতু, প্রভৃতি সকলে অক্ষৌহিণীপতি।

 (৩) ধৃষ্টকেতু মহাভারতে চেদি দেশের অধিপতি বলিয়া বর্ণিত হইয়াছেন। অন্তবিধ বর্ণনাও আছে । (মহা, উদ্যোগ, ১৭১ অধ্যায়)।

 (৪) কুস্তিভোজ বংশের নাম। বৃদ্ধ কুস্তিভোজ বসুদেবের পিতা শূরের পিতৃস্বসৃ-পুত্ত্র। পাগুবমাত কুন্তী তাঁহার ভবনে প্রতিপালিতা হয়েন। পুরুজিৎ এ সম্বন্ধে পাণ্ডব-মাতুল।

 (৫) বিখ্যাত অভিমন্যু।