২৬২ শ্ৰীমদ্ভগবদগীতা । শ্রেষ্ঠত্বলাভ এবং দম, ক্ষমা, সমতা, সত্য ও ধৰ্ম্ম প্রতিপালনপুৰ্ব্বক দেবরাজ্য অধিকার করিয়াছেন । ভগবান বৃহস্পতি সমাহিত হইয়া ইন্দ্রিয় নিরোধন পূৰ্ব্বক ব্রহ্মচর্য্যেয় অনুষ্ঠান করিয়াছিলেন, এই নিমিত্ত তিনি দেবগণের আচাৰ্য্যপদ প্রাপ্ত হইয়াছেন। রুদ্র, আদিত্য, যম, কুবের, গন্ধৰ্ব্ব, যক্ষ, অন্সর, বিশ্বাবস্থ ও নক্ষত্রগণ কৰ্ম্ম প্রভাবে বিরাজিত রহিয়াছেন ; মহর্ষিগণ ব্রহ্মবিদ্যা, ব্রহ্মচর্য্য ও অন্তান্ত ক্রিয়াকলাপেয় অনুষ্ঠান করিয়া শ্রেষ্ঠত্বলাভ করিয়াছেন ।” আত্মজ্ঞানী ব্যক্তিদিগেরও কৰ্ম্ম করা কৰ্ত্তব্য, ইহা বলিয়া ভগবান কৰ্ম্মপরায়ণতার মাহাত্ম্য আরও পরিস্ফুট করিবার জন্ত নিজের কথা বলিতেছেন ঃ– ন মে পার্থস্তি কৰ্ত্তব্যং ত্রিযু লোকেষু কিঞ্চন । নানবাপ্তমবাপ্তব্যং বর্তএব চ কৰ্ম্মণি ॥ ২২ ৷ যদি হ্যহং ন বৰ্ত্তেয়ং জাতু কৰ্ম্মণ্যতন্দ্রিতঃ । মম বত্বর্ণনুবৰ্ত্তন্তে মনুষ্যাঃ পার্থ সৰ্ববশঃ ॥ ২৩ ॥ হে পার্থ ! এই তিন লোকে আমার কিছুমাত্র কৰ্ত্তব্য নাই । অপ্রাপ্ত অথবা অপ্রাপ্তব্য কিছুই নাই, তথাপি আমি কৰ্ম্ম করিয়া কি : ২২ । কৰ্ম্মে অনলস না হইয়া যদি আমি কখনও কৰ্ম্ম না করি, তবে হে পার্থ ! মনুষ্য সকলে সৰ্ব্বপ্রকারে আমাক্ষ্মই পথের অসুবৰ্ত্তী হইবে । ২৩ । এথানে বক্তা স্বয়ং ভগবান জগদীশ্বর। ঈশ্বরের কোনও প্রয়োজন নাই, কোনও বিকার নাই, সুখ দুঃখ কিছুই নাই, অতএব তাছার কোনও কৰ্ম্ম নাই। তিনি জগৎ স্বষ্টি করিয়াছেন
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।