পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ఫె}ళీ আছে, পঞ্চম চার্লসের সময়ে এক Netherland দেশে দশলক্ষ মনুষ্য, কেবল রাজার ধৰ্ম্ম হইতে ভিন্নধৰ্ম্মাবলম্বী বলিয়া প্রাণে নিহত হইয়াছিল । আজি কাল, ইংরেজরাজ্যে ভারতবর্ষে, রাজার এরূপ পরধৰ্ম্মাবলম্বন প্রবৃত্তি থাকিলে, ভারতবর্ষে কয় জন হিন্দু থাকিত ? দ্বিতীয় উদাহরণ, বাঙ্গালা দেশে ইংরেজরাজত্বের প্রথম সময়ে। রাজার ধৰ্ম্ম ক্ষত্ৰিয় ধৰ্ম্ম ; বাণিজ্য বৈশু্যের ধৰ্ম্ম । রাজা এই সময়ে časy rấtązīga -ffastfētsia–East India Company বাণিজ্যব্যবসায়ী হইয়াছিলেন । ইহার ফল ঘটিয়াছিল বাঙ্গালীর শিল্পনাশ, বাণিজ্যনাশ, অর্থনাশ। বাঙ্গালার কার্পাসবক্স, পট্টবস্ত্র, রেশম, পিত্তল কাসা, সব ধ্বংসপুরে গেল -আভ্যস্তরিক বাণিজ্য কতক একবারে অস্তৰ্হিত হইল, কতক মন্তের হাতে গেল ; বাঙ্গালা এমন দারিদ্র্য-সমুদ্রে ডুবিল, যে আর উঠিল না । কোম্পানিকেও শেষ বাণিজ্য ছাড়িতে হইল । মানুষ সব ছাড়ে—আফিঙ্গ ছাড়ে না । সে বাণিজ্যের এখনও আফিঙ্গটুকু আছে । তৃতীয় উদাহরণ, আমেরিকার স্ত্রীজাতির অাধুনিক স্বধৰ্ম্মভ্যাগে ও পৌরুষ কৰ্ম্মে প্রবৃত্তি । ইহাতে ঘটিতেছে, স্ত্রীজাতির বৈষয়িক ভিন্ন প্রকার অবনতি, গৃহে উচ্ছ জ্বলতা এবং জাতীয় মুখ হানি । ষে স্ত্রীলোকু স্বগৰ্ভ সস্তৃত শিশুকে স্তন্তদানে অসমর্থী, তাহাকে স্মরণ করিয়া, সহমরণাভিলাষিণী হিন্দুমহিলা অবগুই বলিবেন, স্বধৰ্ম্মে নিধনং শ্রেয়ঃ পরধৰ্ম্মে! তয়াবহ: | ধুমেনাত্ৰিয়তে বহির্যথাদর্শে মলেন চ । ষথোম্বেনীকুতোগৰ্ভস্তথা তেনেদমাবৃত্তম ॥ ৩৮ ॥ ు: