পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిg$ শ্ৰীমদ্ভগবদগীতা । বিহীন এবং যিনি সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করেন, তিনি কৰ্ম্ম করিয়াও কৰ্ম্মবন্ধনে বদ্ধ হন ন} । ২১ ॥ ২২ ৷ গতসঙ্গস্য মুক্তস্ত জ্ঞানাবস্থিতচেতস: | যজ্ঞায়াচরতঃ কৰ্ম্ম সমগ্ৰং প্রবিলীয়তে ॥ ২৩ ৷ যিনি কামনা পরিত্যাগ করিয়াছেন, রাগাদি হইতে সুক্ত কুইয়াছেন, এবং র্যাহার চিত্ত জ্ঞানে অবস্থান করিতেছে, তিনি যথার্থ কৰ্ম্মাহুষ্ঠান করিলে কৰ্ম্ম সকল বিলুপ্ত হইয়া যায় । ২৩ । ব্ৰহ্মাপণং ব্রহ্মহুবিব্রহ্মাগ্নেী ব্রহ্মণ হুতম্। ব্রহ্মৈব স্তেন গন্তব্যং ব্রহ্মকৰ্ম্মসমাধিনী ॥ ২৪ ॥ অর্পণ- ( শ্ৰুবাদি যজ্ঞপাত্র ) ব্রহ্ম, হবনীয় স্থতাদি ব্রহ্ম, অগ্নি, ব্রহ্ম, ও ঘিনি হোম করেন তিনি ও ব্রহ্ম, এই প্রকার কৰ্ম্ম স্বরূপ ব্রহ্মে যাহার সমাধি হইয়াছে তিনি ব্ৰহ্মকে প্রাপ্ত হন । ২ ৪ । দৈবমেবাপরে যজ্ঞং যোগিনঃ পযু পাসতে । ব্ৰহ্মাগ্নাবপরে যজ্ঞং যজ্ঞেনৈবোপজুহ্বতি ॥ ২৫ ॥ কতকগুলি যোগী সম্যকৃরূপে দেবযজ্ঞই অনুষ্ঠান করেন ; কোন কোন যোগী পূৰ্ব্বোক্ত প্রকারে ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞরূপ উপায় দ্বারা যজ্ঞাদি কৰ্ম্ম সকল আহুতি প্রদান করিয়া থাকেন ॥২৫ শ্রোত্ৰাদীনীন্দ্রিয়াণ্যন্তে সংযমাগ্নিষু জুহবতি । শব্দাদীন বিষয়ানন্ত ইন্দ্রিয়াগ্নিষু জুহবতি ॥ ২৬ ॥ কেহ কেহ সংঘমরূপ অগ্নিতে শ্রেত্ৰাদি ইন্দ্রিয়গণকে আর