পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম অধ্যায়
১৩

অর্জ্জুন বলিলেন—

 যাহার যুদ্ধ-কামনায় অবস্থিত, আমি যাবৎ তাহাদিগরে নিরীক্ষণ করি, এই রণসমুদ্যমে কাহাদিগের সঙ্গে আমাকে যুদ্ধ করিতে হইবে (যাবৎ তাহা দেখি), যাহারা দুর্ব্বদ্ধি ধৃতরাষ্ট্র পুত্রের প্রিয়চিকীর্ষায় এই খানে যুদ্ধে সমাগত হইয়াছে, সে সকল যুদ্ধার্থিদিগকে যাবৎ) আমি দেখি, (তাবং) তুমি উভ সেনার মধ্যে আমার রথ স্থাপন কর।২১।২২।২৩।

সঞ্জয় উবাচ

এবমুক্তে হৃষীকেশো গুড়াকেশেন ভারত।
সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্ব রথোত্তমম্॥ ২৪॥
ভীষ্মদ্রোণপ্রমুখতঃ সর্ব্বেষাঞ্চ মহীক্ষিতাম্।
উবাচ পার্থ পশ্বৈতান্ সমবেতান্‌ কুরূনিতি॥ ২৫॥

সঞ্জয় বলিলেন—

 হে ভারত[]! অর্জুন কর্তৃক হৃষীকেশ এইরূপ অভিহিত হইয়া উভয় সেনায় মধ্যে ভীষ্মদ্রোণপ্রমুখ সকল রাজগণের সম্মুখে সেই উৎকৃষ্ট রণ স্থাপন করিয়া কছিলেন, হে পার্থ। সমবেত কুরুগণকে এই নিরীক্ষণ কর।২৪।২৫।

তত্রাপশুৎ স্থিতান পার্থঃ পিতৃনথ পিতামহান্।
আচার্য্যন্মাতুলান্ ভ্রাতৄন্ পুত্রান্‌ পৌত্রান্ সখীংস্তথা॥
শ্বশুরান্ মুহৃদশ্চৈব সেনয়োরুভায়ারপি॥ ২৬॥


  1. ধৃতরাষ্ট্র এবং অর্জ্জুন উভয়কে “ভারত" বলিয়া এই গ্রন্থে সম্বোধন করা হইয়াছে তাহার কারণ, ইহারা দুষ্মন্তপুত্ত্র ভরতের বংশ।