পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় ] ఇ?v: প্ৰলপন বিশ্বজন গৃহুন্ন স্মিষন্নিমিষন্নপি । ইন্দ্রিয়াণীন্দ্রিয়াৰ্থেষু বৰ্ত্তন্ত ইতি ধারয়ন ॥ ৯ ॥ পরবর্থিদর্শী কৰ্ম্মযোগী, দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্ৰাণ, অশন, ( ভোজন ), গমন, মালাপ, ত্যাগ, গ্রহণ, উন্মেষ ও নিমেব করিয়াও মনে করেন আমি কিছুই করিতেছি না ; ইন্দ্রিয়গণচ স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত হইতেছে । ৮-৯ । ব্রহ্মণ্যাধ্যায় কৰ্ম্মণি সঙ্গং ত্যক্ত করোতি যঃ । লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাস্তস ॥ ১০ ॥ যিনি আসক্তি পরিত্যাগপূর্বক ব্রহ্মে কৰ্ম্মফল সমৰ্পণ করিয়া কৰ্ম্ম করেন, পদ্মপত্রের জলের স্থায় তাহাতে পাপ লিপ্ত হয় না ১৯। কায়েন মনসা বুদ্ধ্য কেবলৈরিন্দ্রিয়ৈরপি । যোগিন: কৰ্ম্ম কুর্ববন্তি সঙ্গং ত্যক্ত,াত্মশুদ্ধয়ে ॥ ১১ ॥ কৰ্ম্মযোগিগণ চিত্ত্বশুদ্ধির মিমিত্ত কৰ্ম্মফলে আসক্তি পরিত্যাগ করিয়া শরীর মন বুদ্ধি ও মমত্ববুদ্ধি বর্জিত ইন্দ্রিয় দ্বারা কৰ্ম্মান্তষ্ঠান করেন । ১১ । যুক্তঃ কৰ্ম্মফলং ত্যক্ত শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম । অযুক্তঃ কানকারেণ ফলে সক্তো নিবধ্যতে ॥ ১২ ৷ পরমেশ্বরপরায়ণ ব্যক্তি কৰ্ম্মফল পাস --ন করিয়া কৈবল্য | ( মোক্ষ ) প্রাপ্ত হন ; কিন্তু ঈশ্বরনিষ্ঠাবিমুখ ব্যাক্ত . . .. বশতঃ ফলপ্রত্যাশী হইয়। বদ্ধ হয় । ৯২ ৷