পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ঐ ভগবানুবাচ । অনাশ্রিতঃ কৰ্ম্মফলং কার্যাং কৰ্ম্ম করেীতি যঃ । স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নিৰ্মচাক্রিয়ঃ ॥ ১ ॥ শ্ৰীভগবান কহিলেন । হে অৰ্জুন ! যিনি ফলে বিতৃষ্ণ হইয়। কৰ্ত্তব্য কৰ্ম্ম অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী এবং যোগী ; কিন্তু যিনি অগ্নিসাধ্য ইষ্টি (যজ্ঞকৰ্ম্মাদি ) ও পূৰ্ব (পুষ্করিণী খননাদি প্রভৃতি) কৰ্ম্ম পরিত্যাগ করিয়াছেন, তিনি সন্ন্যাসী ও নন, যোগী ও নন। ১ । যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব । ন হ্যসংন্যস্তসঙ্কল্লো যোগী ভবতি কশ্চন ॥ ২ ॥ হে পাণ্ডব ! পণ্ডিতেরা যাহা সন্ন্যাস বলিয়া নির্দেশ করিয়াছেন, তাহাই যোগ ; অতএব কৰ্ম্মফল পরিত্যাগ না করিলে যোগী হইতে পারে না । ২ । আরুরুক্ষোমুনের্যোগং কৰ্ম্ম কারণমুচ্যতে। যোগরূঢ়স্য তস্যৈব শম: কারণমুচ্যতে ॥৩ ॥ যে মুনি জ্ঞানযোগে আরোহণ করিতে ইচ্ছা করেন, কৰ্ম্মই র্তাহার সহায় ; আর যিনি তাহাতে আরোহণ করিয়াছেন, কৰ্ম্মত্যাগই র্তাহার সহায় ৷ ৩ ৷ যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কৰ্ম্মস্বমুষজ্জতে। সৰ্ব্বসঙ্কল্পসন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে ॥ ৪ ॥