সপ্তম অধ্যায় । শ্ৰীভগবানুবাচ। ময্যাসক্তমনঃ পার্থ যোগং যুঞ্জন্মদাশ্ৰয়ঃ। অসংশয়ং সমগ্ৰং মাং যপ জ্ঞাস্যসি তচ্ছন্নু ॥ ১ ॥ শ্ৰীভগবান কছিলেন, হে পাৰ্থ ! তুমি আমার প্রতি অনুরক্ত ও আমার আশ্রিত হইয়া যোগাভ্যাসপূৰ্ব্বক, যে প্রকারে আমাকে সম্পূর্ণরূপে অবগত হইতে পরিবে, তাহ শ্রবণ কর । ১ । জ্ঞানং তেহহং সবিজ্ঞানমিদং বক্ষাম্যশেষতঃ । যজজ্ঞাত্বা নেহ ভূয়োহন্তজজ্ঞাতব্যমবশিষ্যতে ৷ ২ ৷ তামি যে অনুভব সহকৃত জ্ঞান সম্যগৃরূপে কীৰ্ত্তন করিতে প্রবৃত্ত হইতেছি, তাহ বিদিত হইলে শ্রেয় বিষয়ে আর কিছুই জ্ঞাত হইতে অবশিষ্ট থাকে না ২। মনুষ্যাণাং সহস্ৰেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে । যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ ॥ ৩ ॥ সহস্ৰ সহস্র মনুষ্য মধ্যে কোন ব্যক্তি আত্মজ্ঞানের নিমিত্ত যত্নবান হয়, আর যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কোন ব্যক্তি প্রকৃতরূপে তামাকে জ্ঞাত হইতে সমর্থ হর। ৩ । ভূমিরাপোহনলো বায়ু খং মনে বুদ্ধিরেব চ। অহঙ্কার ইতীয়ং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা ॥ ৪ ॥
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।