象*° শ্ৰীমদ্ভগবদগীতা । আমার মায়ারূপ প্রকৃতি, ভূমি, জল, অনল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহঙ্কার এই আটপ্রকারে বিভক্ত । ৪ । অপরেয়মিতস্তুস্তাং প্রকৃতিং বিদ্ধি মেহপরাম। জীবভূতাং মহাবাহো যয়েদং ধাৰ্য্যতে জগৎ ॥ ৫ ॥ ছে মহাবাহে ! এই প্রকৃতি অপর ( নিকৃষ্ট ), এতদ্ভিল্প আর একটা জীবস্বরূপ পরা ( উৎকৃষ্ট অর্থাৎ চেতনাময়ী ) প্রকৃতি আছে ; উহ। এই জগৎ ধারণ করিয়া রছিয়াছে। ৫ । এতদযোনীনি ভূতানি সর্ববাণীতুপধারয়। অহং কৃৎস্বস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা ॥ ৬ ॥ স্থাবরজঙ্গমাত্মক ভূত সমুদয় এই ক্ষেত্র ও ক্ষেত্ৰজ্ঞ স্বরূপ প্রকৃতি হইতে সমুৎপন্ন হইতেছে, অতএব আমিই এই সমস্ত বিশ্বের পরম কারণ ও আমিই ইহার প্রলয় কর্তা । ৬ । মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় । ময়ি সৰ্ব্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব ॥ ৭ ॥ হে ধনঞ্জয় ! আমা হইতে শ্রেষ্ঠ আর কিছুই নাই ; ধেমন স্বত্রে মণিসকল গ্রথিত থাকে, তদ্রুপ অামাতেই এই বিশ্ব গ্রথিত রহিয়াছে । ৭ । রসোহহমপ, কৌন্তেয় প্রভাস্মি শশিসূৰ্য্যয়োঃ । প্রণবঃ সৰ্ব্ববেদেষু শব্দ: খে পৌরুষং নৃষু ॥ ৮ ॥ হে কৌন্তেয় ! আমি সলিলে রসরূপে, চন্দ্রস্থৰ্য্যে প্রভারূপে,
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।