পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ቘሞ። ●ौभरुकुश्नांदगतौडी । স তয় শ্রদ্ধয়া যুক্তস্তস্তারাধনমীহতে । লভতে চ ততঃ কামান্ময়ৈব বিহিতান হি তান ॥২২ তাহারা সেই শ্রদ্ধা সহকারে সেই সকল দেবতার আরাধনা করেন ; তৎপরে অামা হইতেই হিতকর অভিলখিত সকল প্রাপ্ত হইয়া থাকেন । ২২ । - অস্তবত্ত ফলং তেষাং তদ্ভবত্যপ্লমেধসাম । দেবান দেবষজে যান্তি মদ্ভক্ত যান্তি মামপি ॥২৩ কিন্তু সেই সকল অল্পবুদ্ধি ব্যক্তিদিগের দেবলব্ধ ফল সমুদয় ক্ষয় হইয়া যায়, দেবযাজী ব্যক্তির দেবতা প্রাপ্ত হয়, আর আমার ভক্তগণ আমাকেই প্রাপ্ত হইয় থাকেন। ২৩ ৷ অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্ত্যন্তে মামবুদ্ধয়ঃ । পরং ভাবমজানন্তো মমাব্যয়মনুত্তমম ॥ ২৪ ৷ আমি অব্যক্ত কিন্তু নিৰ্ব্বোধ মনুষ্যেরা আমার নিত্য সৰ্ব্বদ অব্যয় ও অতি উৎকৃষ্ট স্বরূপ অবগত না হইয়া আমাকে মনুষ্য মীন ও কুৰ্ম্মাদি ভাবাপন্ন মনে করে । ২৪ । নাহং প্রকাশ: সৰ্ব্বস্য যোগমায়াসমাবৃতঃ । মূঢ়োহয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্ ॥২৫। আমি যোগমায়ার প্রচ্ছন্ন হইয়া আছি সকলের সমক্ষে কদা প্রকাশমান হুই না এই নিমিত্ত মূঢ়ের আমাকে জন্মহীন ও অব্য বলিয়া অবগত নয় । ২৫ । -