অষ্টম অধ্যায়। অৰ্জ্জুন উবাচ । কিন্তদূত্রহ্ম কিমধ্যাত্মং কিং কৰ্ম্ম পুরুষোত্তম । অধিভুতঞ্চ কিং প্রোক্তমধিদৈবং কিমুচ্যতে ॥ ১ । অধিযজ্ঞঃ কথং কোহুত্র দেহেইস্মিন্মধুসূদন । প্রয়াণকালে চ কথং জ্ঞেয়োহসি নিয়তাত্মভিঃ ৷ ২ ৷৷ অৰ্জুন কহিলেন। হে পুরুষোত্তম ! ব্রহ্ম, অধ্যাত্ম ও কৰ্ম্ম কাহাকে কহে ? অভিভূত ও অধিদৈবই বা কি ? মনুষ্যদেহে অধিযজ্ঞ কি এবং সেই অধিযজ্ঞ কিরূপে অবস্থান করিতেছে ? সংযত চিত্ত বক্তিরা মৃত্যুকালে কি প্রকারে ব্রহ্মকে বিদিত হন ৷ ১ ৷ ২ ৷ অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবোহধ্যত্মিমুচ্যতে। ভূতভাবোস্তবকরো বিসর্গঃ কৰ্ম্মসংজ্ঞিতঃ ॥৩ ॥ শ্ৰীভগবান কহিলেন । হে অৰ্জুন ! যিনি অব্যয় ও জগতের মূল কারণ তিনিই ব্ৰহ্ম ; সেই ব্রহ্মের অংশস্বরূপ জীব দেহ অধিকার করিয় অবস্থান করিলে তাহাকে অধ্যাত্ম বলা যায় ; যাহাতে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধি হইয়া থাকে সেই কৰ্ম্ম । ও । অধিভূতং ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম। অধিযজ্ঞোইহমেবাত্র দেহে দেহভূতাং বর ॥ ৪ ॥
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।