ՀՆ * শ্ৰীমদ্ভগবদগীত।। निबिड ব্ৰহ্মচৰ্য্যানুষ্ঠানে প্রবৃত্ত হন, আমি সেই প্রাপ্যবস্তু লাভের উপায় সংক্ষেপে কীৰ্ত্তন করিতেছি, শ্রবণ কর । ১১ । সর্ববদ্বারাণি সংযম্য মনে হৃদি নিরুধ্য চ | মূৰ্দ্ধাধায়াত্মনঃ প্রাণমাস্থিতে যোগধারণাম ॥ ১২ ৷ ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরন্মামনুস্মরন । যঃ প্রয়াতি ত্যজন্দেহং স যাতি পরমাং গতিম ॥ ১৩ । যে ব্যক্তি ইন্দ্রিয় দ্বার সমুদয় সংযত হৃদয় কমলে মনকে নিরুদ্ধ ও ভ্রমধ্যে প্রাণবায়ু সন্নিবেশিত করিয়া যোগ জনিত ধৈৰ্য্য অবলম্বন পূৰ্ব্বক ব্রহ্মের অভিধান (ৰাচক ) “ওঁ” এই একাক্ষর উচ্চারণ ও আমাকে স্মরণ করতঃ কলেবর পরিত্যাগ পূৰ্ব্বক প্রয়াণ করেন, তিনি পয়মগতি লাভ করিয়া থাকেন। ১২। ১৩ । অনন্তচেতা: সততং যো মাং স্মরতি নিত্যশ: | তস্তাহং স্থলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ ॥ ১৪ ॥ যিনি অনন্তমনে সতত আমাকে স্মরণ করেন, সেই সমাহিতচিত্ত যোগী আমাকে অনায়াসে লাভ করিতে সমর্থ হন। ১৪ । মামুপেত্য পুনর্জন্ম দু:খালয়মশাশ্বতম্। নাপু বন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ ॥ ১৫ । মহাত্মার আমাকে প্রাপ্ত হইয়া ও মোক্ষরূপ পরমসিদ্ধি লাভ করিয়া দুঃখের অভ্যালয়, অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না । ১৫ ।
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।