পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । শ্ৰীভগবানুবাচ। ইদস্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে। জ্ঞানং বিজ্ঞানসহিতং যজুজ্ঞাত্বা মোক্ষ্যসেইশুভাৎ ॥১ শ্ৰীভগবান কছিলেন । হে অৰ্জ্জুন ! তুমি অস্থয়াশূন্ত ; অতএব যাহ অবগত হইলে সংসারবন্ধন হইতে মুক্ত হইবে আমি সেই গোপনীয় উপাসনা-সহকৃত ঈশ্বরজ্ঞান কীৰ্ত্তন করিতেছি শ্রবণ কর । ১ । রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্ৰমিদমুত্তমম | প্রত্যক্ষাবগমং ধৰ্ম্ম্যং স্বস্থখং কৰ্ত্তমব্যয়ম ৷ ২ ৷ এই উৎকৃষ্ট জ্ঞানবিদ্যা শ্রেষ্ঠ, রাজগণের ও গোপনীয়, অক্তি পবিত্র, প্রত্যক্ষ ফলপ্রদ, ধৰ্ম্মামুগত ও অব্যক্ত ; ইহা অনায়াসেই অনুষ্ঠান করা ষাইতে পারে ৷ ২ ৷ অশ্ৰদ্দধানাঃ পুরুষঃ ধৰ্ম্মস্তাস্ত পরস্তুপ। . অপ্রাপ্য মাং নিবৰ্ত্তন্তে মৃত্যুসংসারবত্মনি ॥৩ ৷ হে পরস্তুপ । যাহার এই ধৰ্ম্মে বিশ্বাস না করে তাহার আমাকে প্রাপ্ত না হইয়৷ মৃত্যু-পরিকীর্ণ সংসার-পথে নিম্নত্ত পরিভ্রমণ করিয়া থাকে । ৩ । 歌露