తs s শ্ৰীমদ্ভগবদগীতা । ইহাদিগকে নিহত করিয়া রাখিয়াছি ; এক্ষণে তুমি এই বিনাশের নিমিত্ত মাত্র হও । ৩৩ । - দ্ৰোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্ৰথঞ্চ কৰ্ণং তথান্যানপি যোধবীরান । ময়া হতাংস্তুং জহি মা ব্যথিষ্ঠা যুধ্যস্ব জেতাসি রণে সপত্নান ॥ ৩৪ ৷ আমি দ্রোণ, ভীষ্ম, জয়দ্ৰথ ও কর্ণ প্রভূতি বীরগণকে বিনষ্ট করিয়া রাখিয়াছি ; তুমি ইহাদিগকে সংহার কর ; ব্যথিত হইও না, অনতিবিলম্বে সংগ্রামে প্রবৃত্ত হও ; তুমি অবশুই শত্রুদিগকে পরাজয় করিতে সমর্থ হইবে ॥ ৩৪ ৷ সঞ্জয় উবাচ । এতৎ, শ্রীত্বা বচনং কেশবস্ত কৃতাঞ্জলিৰ্বেপমানঃ কিরীটী | নমস্কৃত্য ভুয় এবাহ কৃষ্ণং সগদগদং ভীতভীতঃ প্ৰণম্য ॥ ৩৫ ॥ সঞ্জয় কহিলেন । কৃষ্ণের এই বাক্য শুনিয়া অৰ্জ্জুন কম্পিতকলেবরে ও কৃতাঞ্জলিপুটে কৃষ্ণকে নমস্কার করত ভীত মনে গদগদ বচনে কছিলেন । ৩৫ ৷ - . অৰ্জুন উবাচ। স্থানে হৃষীকেশ তব প্রকীর্ত্যt জগৎ প্রহৃষ্যত্যমুরজাতে চ।
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।