দ্বাদশ অধ্যায়। অৰ্জুন উবাচ। এবং সততযুক্ত যে ভক্তাস্তাং পযুপাসতে । যে চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাঃ ॥ ১ । অৰ্জুন কহিলেন। ( হে কৃষ্ণ ) যে সকল ভক্ত তদগতচিত্ত্বে তোমার উপাসনা করে এবং যাহারা কেবল অক্ষর অব্যক্ত ত্রহ্মের আরাধনা করিয়া থাকে, এই উভয়বিধ লোকের মধ্যে কাহার শ্রেষ্ঠ যোগী বলিষু নির্দিষ্ট হয় ? ১ । স্ত্রীভগবানুবাচ। ময্যাবেশ্ব মনে যে মাং নিত্যযুক্ত উপাসতে । শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততম মতা: ৷ ২ ৷ খ্ৰীভগবান কহিলেন । ( হে অৰ্জ্জুন ! ) যাহারা আমার প্রৰি নিতান্ত অসুরক্ত ও নিবিষ্টমনা হইয়া পরম ভক্তি সহকারে আমাবে উপাসনা করিয়া থাকে তাহারাই প্রধান যোগী ৷ ২ ৷ যে ত্বক্ষরমনির্দেশমব্যক্তং পযুপাসতে । সর্বত্ৰগমচিস্তাং চ কুটস্থমচলং ধ্রুবম ॥৩ ॥ ংনিয়ম্যেন্দ্রিয়গ্রামং সৰ্ব্বত্র সমবুদ্ধয়: । তে প্রাপ্নুবন্তি মামেব সৰ্ব্বভূতহিতে রতাঃ ॥৪ ॥ যাহ্বারা সৰ্ব্বত্র সমদূষ্টিসম্পন্ন, সৰ্ব্বভূতের হিতামুষ্ঠাননির
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।