পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిఇa শ্ৰীমন্তগবদগীতা । অথ চিত্তং সমাধাতুং ন শক্লোষি ময়ি স্থিরম্ । অভ্যাসযোগেন ততোমামিচ্ছাপ্তং ধনঞ্জয় ॥ ৯ ॥ হে ধনঞ্জয় ! যদি আমার প্রতি চিত্ত স্থির রাখিতে না পার তাহা হইলে আমার অনুস্মরণ রূপ অভ্যাসযোগ দ্বীরা আমাকে প্রাপ্ত হইতে অভিলাষ কর । ৯ । অভ্যাসেহ প্যসমৰ্থোইপি মৎকৰ্ম্মপরমো ভব । মদৰ্থমপি কৰ্ম্মাণি কুৰ্ব্বন সিদ্ধিমবাপস্যসি ॥ ১০ ॥ যদি তদ্বিষয়েও অসমর্থ হও, তাহ হইলে তুমি আমার প্রীতি সম্পাদনার্থ মঙ্গল কাৰ্য্য সকল অনুষ্ঠান করিলেও মোক্ষ লাভে সমর্থ হইবে । ১• । অথৈতদপ্যশক্তোহসি কৰ্ত্তং মদ্যোগমাশ্রিতঃ সৰ্ব্বকৰ্ম্মফলত্যাগং ততঃ কুরু যতাত্মবান ॥ ১১ ॥ যদি ইহাতে ও অশক্ত হও তাহা হইলে একমাত্র আমারই শরণাপন্ন হইয়। সংযত চিত্তে সকল কৰ্ম্মফল পরিত্যাগ কর । ১১ ৷ শ্ৰেয়ো হি জ্ঞানমভ্যাস}ৎ জ্ঞান:দ্ধ্যানং বিশিষ্যতে । ধ্যানাৎ কৰ্ম্মফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরমস্তরম ॥ ১২ ৷ বিবেকশূন্য অভ্যাস অপেক্ষ জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষ ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কৰ্ম্মফলপরিত্যাগ শ্রেষ্ঠ, কৰ্ম্মফলপরিত্যাগ করিলেই শান্তি লাভ হয় । ১২ ৷ অদ্বেষ্ট সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ | নিৰ্ম্মমে নিরহঙ্কায়ঃ সমদু:খসুখ: ক্ষমী ॥ ১৩ ॥