স্বাদশ আধ্যায় । t:4 সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ। ময্যৰ্পিতমনোবুদ্ধির্যে মে ভক্ত: স মে প্রিয়ঃ ॥ ১৪ ॥ যে ভক্তিপরায়ণ ব্যক্তি দ্বেষশূন্ত, কৃপালু, মমতাবিহীন, নিরহঙ্কার, সমদু:খসুখ, ক্ষমাবান, সতত প্রসন্নচিত্ত, অপ্রমত্ত, জিতেন্দ্রিয়, ও দৃঢ়নিশ্চয়, ধিনি আমাতেই মন ও বুদ্ধি সমর্পণ করিয়াছেন এবং সুখ ও দুঃখ সমান জ্ঞান করেন, তিনিই আমার প্রিয় । ১৩, ১৪ । যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চ যঃ । হর্ষামৰ্ষভয়োদ্বেগৈৰ্ম্ম ক্তে যঃ স চ মে প্রিয়ঃ ॥ ১৫ ॥ লোক সকল র্যাহ হইতে উদ্বিগ্ন হয় না, যিনি লোকদিগকে উদ্বিগ্ন করেন না এবং যিনি অনুচিত হর্ষ, অমর্ষ, ( বিষাদ ), তন্ত্র ও উদ্বেগ শূন্ত তিনিই আমার প্রিয় । ১৫ । অনপেক্ষঃ শুচিৰ্দক্ষ উদাসীনো গতব্যথঃ । সৰ্ব্বারস্তপরিত্যাগী যে মস্তক্ত: স মে প্রিয়ঃ ॥ ১৬ ॥ যিনি নিস্পৃহ, শুচি, দক্ষ, পক্ষপাতরহিত, ও আধি (মনঃপীড়া ) শূণ্ঠ এ ংি সৰ্ব্ব রাষ্ট্রপরিত্যাগী—যিনি সকাম কৰ্ম্ম সকল পরিত্যাগ করিয়াছেল, তিনিই আমার প্রিয়। ১৬ । যো ন হৃষ্যতি ন দ্বেঃি ন শোচতি ন কাঙক্ষতি । শুভাশুভপরিত্যাগী ভক্তিমান য: স মে প্রিয়ঃ ॥ ১৭ ॥ যিনি শোক, হর্ষ, দ্বেষ, আকাঙ্ক্ষা ও পুণ্য পাপ, পরিত্যাগ করিয়া ভক্তিমান হন তিনিই আমার প্রিয় । ১৭।
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।