సాళీe শ্ৰীমদ্ভগবদ্গীত । সৰ্ব্বত্রই তাহার কর চরণ, কর্ণ, চক্ষু, মস্তক ও মুখ বিরাজিত আছে ; তিনি সকলকে আ বৃত করিয়া অবস্থান করিতেছেন । ১৪। সর্বেবন্দ্রিয়গুণাভাসং সর্বের্বন্দ্রিয়বিবর্জিতম । অসক্তং সৰ্ব্বভৃচ্চৈব নিগুণং গুণভোক্ত চ ॥ ১৫ । তিনিই স্ক্রিয়বিহীন, কিন্তু সমস্ত ইন্দ্রি স্ত্র ও রূপ, রস, প্রভৃতি ইন্দ্রিয়ের গুণ সকল প্রকাশ করেন , তিনি আসক্তিশূন্ত ও সকল বস্তয় আধার, তিনি নি গুণ কিন্তু সৰ্ব্বগুণপালক । ১৫ । বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ। সূক্ষমত্বাত্তদবিজ্ঞেয়ং দুৰ্ব্বস্থং চান্তিকে চ তৎ ॥ ১৬ ॥ তিনি চরাচর এবং সকল ভূতের অন্তর ও বহির্ভাগে অবস্থান করিতেছেন। তিনি স্থঙ্কত্ব প্রযুক্ত অবিজ্ঞেয় ; তিনি জ্ঞানিদিগের অতি সন্নিকৃষ্ট ও অজ্ঞানদিগের দূরবত্ত ১৬ । অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিৱ চ স্থিতম্। ভূতভৰ্ভুচ তজজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ ॥ ১৭ ৷ তিনি ভুতমধ্যে অবিভক্ত থাকিয় বিভক্তের দ্যায় অবস্থান করিতেছেন। তিনি ভূতগণের পোষক ; তিনি প্রলয়কালে সমুদয় গ্রাস করেন ও স্বষ্টি কালে নানারূপ পরিগ্রহ কপির উৎপন্ন হুইয়া থাকেন । ১৭ । - জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমসঃ পরমুচ্যতে । জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সৰ্ব্বস্ত বিষ্ঠিতম্ ॥ ১৮ ॥
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।