পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ অধ্যায়। 39 মূৰ্ত্তি সস্তৃত হয়, মহৎ প্রকৃতি সেই মূৰ্ত্তি সমুদায়ের যোনি (মাতৃস্থানীয় ) এবং আমি বীজপ্ৰদ পিতা । ৪ । সত্ত্বং রজস্তমইতি গুণাঃ প্রকৃতিসন্তবাঃ । নিবধ্নন্তি মহাবাহো দেছে দেহিনমব্যয়ম ৷ ৫ ৷ হে মহাবাহো ! প্রকৃতিসম্ভব সত্ত্ব, রজ, ও তম এই তিনটী গুণ দেহের অভ্যস্তরে অব্যয় দেহীকে আশ্রয় করিয়া আছে । ৫ । তত্ৰ সত্ত্বং নিৰ্ম্মলত্বাৎ প্রকাশকমনাময়ম্। সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ ॥ ৬ ॥ হে নিষ্পাপ ! তন্মধ্যে সত্ত্বগুণ নিৰ্ম্মলত্ব প্রযুক্ত নিতাস্ত ভাস্কর ও নিরুপদ্রব ; এই নিমিত্ত উহ! দেহীকে স্বর্থী ও জ্ঞান সম্পন্ন করে । ৬ । রজে রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণাসঙ্গসমুদ্ভবম্ । তন্নিবধ্নাতি কোন্তেয় কৰ্ম্মসঙ্গেন দেহিনম ॥ ৭ ॥ রজোগুণ অনুরাগাত্মক এবং অভিলাব ও আসক্তি হইতে সমুদ্ভূত, উহা দেহকে কৰ্ম্মে নিবদ্ধ করিয়া রাখে ৷ ৭ ৷ তমস্তুজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্ববদেহিনাম । প্রমাদালস্তনিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত ॥ ৮ ॥ হে ভারত ! তমোগুণ অজ্ঞান-সমুৎপন্ন ও সকল দেহীর মোহজনক , উহা প্রাণিগণকে প্রমাদ, আলস্ত ও নিদ্রা দ্বারা অভিভূত করিয়া রাখে । ৮ ।