চতুর্দশ অধ্যায় । చిg শ্ৰীভগবান কহিলেন । হে অৰ্জুন ! যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ স্বতঃপ্রবৃত্ত হইলে দ্বেষ করেন না এবং ঐ সকল নিবৃত্ত হইলে ও অভিলাষ করেন না ( তিনিই গুণাতীত পুরুষ ) । ২২ । উদাসীনবদাসীনে গুণৈৰ্যো ন বিচাল্যতে । গুণ বৰ্ত্তন্ত ইত্যেবং যোহবতিষ্ঠতি নেঙ্গতে ॥২৩৷ ষিনি উদাসীনের দ্যায় আসীন হইয়া সুখদুঃখাদি গুণকাৰ্য্য দ্বারা বিচলিত হন না, প্রত্যুত গুণ সকল স্ব কার্য্যেই বাপৃত। আছে, তৎসমুদায়ের সহিত আমার কোন সংস্রব নাই—এইরূপ বিবেচনা করিয়া ধৈর্য্য অবলম্বন করিয়া থাকেন, ( তিনিই গুণাতীত পুরুষ ) ২৩ । সমদু:খসুখ: স্বস্থঃ সমলোষ্টাশ্মকাঞ্চনঃ। তুল্যপ্রিয়াপ্রিয়ো ধীরস্তুল্যনিন্দাত্মসংস্তুতিঃ ॥ ২৪ ॥ যিনি সমদু:খসুথ, আত্মনিষ্ঠ ও ধীমান, যিনি লোষ্ট্র, প্রস্তর ও কাঞ্চল সমসৃষ্টিতে দর্শন করেন, যাহার প্রিয় ও অপ্রিয় উভয়ই একরূপ, যিনি আত্মনিন্দ ও আত্মপ্রশংস৷ তুল্যরূপই বিবেচন। করিয়া থাকেন ( তিনিই গুণাতীত পুরুষ )। ২৪ । মানাপমানয়োস্তুল্যস্থল্যে মিত্রারিপক্ষয়োঃ । সর্ববরিস্তপরিত্যাগী গুণাতীত: স উচ্যতে ॥ ২৫ ॥ যিনি মান ও অপমান এবং শত্রু ও মিত্র তুল্যরূপই বিবেচনা করিরা থাকেন এবং যিনি সৰ্ব্বকৰ্ম্মত্যাগী, তিনিই গুণাতীত পুরুষ । ২৫ ।
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।