পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । চন্দ্র স্থৰ্য্য ও হুতাশন যাহাকে প্রকাশিত করিতে সমর্থ হন না, ত{হাই আমার পরম পদ ৬ । মমৈবাংশে জীবলোকে জীবভূতঃ সনাতন । মনঃবষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি ॥ ৭ ॥ এই জীবলোকে সনাতন জীব আমারই অংশ। ইনি প্রকৃতিবিলীন পঞ্চ ইন্দ্রিয় ও মনকে অাকর্ষণ করেন । ৭ । শরীরং যদবপ্নোতি যচ্চপুত্ৰণমতীশ্বরঃ । গৃহীত্বৈতানি সংযাতি বায়ুগন্ধানিবাশয়াৎ ॥ ৮ ॥ যেমন, বায়ু কুসুম দি হইতে গন্ধ গ্রহণ পূর্বক গমন করিয়া থাকে, সেইরূপয খন জীব শরীর লাভ ও শরীর পরিত্যাগ করে তখন পূৰ্ব্ব দেহ হইতে ইন্দ্রিয় সমুদয় গ্রহণ পুৰ্ব্বক গমন করিয়া リ卒 1 br শ্রোত্ৰং চক্ষুঃ স্পর্শনং চ রসনং ঘ্ৰাণমেব চ। অধিষ্ঠায় মনশ্চায়ং বিযয়ামুপসেবতে ॥ ৯ । এই জীব শ্রোত্র চক্ষু ত্বক্ রসনা ভ্রাণ ও মনোমধ্যে অধিষ্ঠিত হইয়। শব্দাদি বিষয় স সুদয় উপভোগ করে । ৯ । উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম। বিমূঢ়া নানুপশ্যন্তি পশুন্তি জ্ঞানচক্ষুষ: ॥ ১০ ॥ বিমুঢ় ব্যক্তির দেহস্তরগামী দেহাবস্থিত বা বিষয়োপতোগলিপ্ত ইঞ্জিয় যুক্ত জীবকে কদাচ নিরীক্ষণ করিতে সমর্থ হয় না, জ্ঞানচক্ষুসম্পন্ন মহাত্মারাই উহা অষলোকন করিয়া থাকেন । ১• ।

  • ද්‍රිO e