ষোড়শ অধ্যায় । VHI সেই সকল অল্পবুদ্ধি লোক এই রূপ জ্ঞান আশ্রয় করত মলিন-চিত্ত, উগ্ৰকৰ্ম্মী ও অহিতকারী হইয়া জগতের ক্ষয়ের নিমিত্ত সমুদ্ভুত হয় । ৯ । কণামশ্রিত্য দুষ্প ব্ৰং দম্ভমানমদান্বিতাঃ। মোহাদুগৃহীত্বাহসদ গ্রাহান প্রবর্তন্তেহু শুচিত্রতাঃ ॥১০ ৷ দম্ভ, অভিমান, মদ, অশুচি ব্রত ও পূরণীয় কামনা অবলম্বন এবং মোহ বশতঃ অসং প্রতিগ্রহ { এই মন্ত্রের দ্বারা এই দেব তাকে আরাধনা করিয়া প্রচুর ধনাদি প্রাপ্ত হইব এবস্তৃত দুরাগ্রহ ) করিয়া ক্ষুদ্র দেবতার আরাধনার প্রবৃত্ত হয় । ১০ । চিন্তামপরিমেয়াং চ প্রলয়াস্তামুপাশ্রিতাঃ। কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতাঃ ॥ ১১ ॥ আশাপাশশতৈৰ্ব্বদ্ধtঃ কামক্রোধপরায়ণাঃ । ঈহন্তে কামভোগার্থমন্যায়েনার্থসঞ্চয়ান ॥ ১২ ৷ আমরণ অপরিমেয় চিন্তাকে আশ্রয় করিয়া থাকে, কামোপভোগেই পরম পুরুষাৰ্থ বলিয় নিশ্চয় করে । শত শত আশাপাশে বদ্ধ ও কাম ক্রোধের বশীভূত হইয়া কণমভোগার্থ অদ্যায় পূৰ্ব্বক অর্থ সঞ্চয়ের চেষ্ট করে । ১১-১২ ৷ ইদমদ্য ময় লব্ধমিদং প্রাপ্স্তে মনোরথম। ইদমস্তীদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম || ১৩ ৷ অসৌ ময়া হত: শত্ৰুৰ্হনিষ্যে চাপরানপি । ঈশ্বরোহহমহং ভোগী সিদ্ধোহহং বলবান সুখী ॥ ১৪ ॥
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।