পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' ( ১১ } खlदांद्र भूमशशांन-यङाisitब्रब्र नछादनाई खश्रुि cनथ शांघ ।। ७ यदशंद्र ७ई সকল শ্ৰীবিগ্রহকে শ্রীবৃন্দাবনে আনয়ন মা করিয়া স্ট্রধামে প্রতিনিধি-বিগ্ৰহগণের প্রতিষ্ঠা করাই যুক্তিসঙ্গত । শ্রীলচক্ৰবৰ্ত্তিপাদ ও শ্রীল বিদ্যাভূষণপাদ মহারাজার মুক্তিসঙ্গত কথায় সম্মত হইলে মহারাজা শ্ৰীবৃন্দাবনে শ্ৰীল গোবিন্দজী শ্ৰীমদনমোহনজী প্রমুখ শ্ৰীবিগ্ৰহগণের মন্দির নির্মাণ করিয়া তথায় প্রতিনিধি-বিগ্রহ স্থাপিত করেন। এই প্রতিনিধি-বিগ্রহ প্রতিষ্ঠাকালে মহারাজা জয়সিংহ মহম্মদ সাংের আদেশ গ্রহণ করিয়াছিলেন। “ভক্তকল্পদ্রুন’ নামক হিন্দী পুস্তকেও স্ত্রীবৃন্দাবনে মহম্মদ সাহের সময়ে প্রতিনিধি-শ্ৰীবিগ্রহগুলির প্রতিষ্ঠার কথা লিখিত হইয়াছে। ১৬৪৩ শকাব্দী হইতে ১৬৫০ শকাবা পৰ্য্যন্ত মহারাজা জয়সিংহ শ্ৰীমথুরামগুলের শাসনকৰ্ত্তা ছিলেন । বোধ হয় এই ৭৮ বৎসরের মধ্যে শ্ৰীবৃন্দাবনের শ্ৰীগোবিন্দজী-প্রমুখ নূতন ঐবিগ্ৰহগণের নূতন মন্দির নিৰ্ম্মিত হয় ও সেই সকল মন্দিরে ই তারা সুপ্রতিষ্ঠিত হন।* শ্ৰীবৃন্দাবনে শ্রীরূপসনতনের অকৃত্রিম মতবাদের প্রতিষ্ঠা ও শ্রীগৌড়ীয়-সম্প্রদায়ের লুপ্ত গৌরবের উদ্ধার এইরূপে খ্রল বিশ্বনাথ কর্তৃক সুসমাপ্ত হইয়াছিল। অনেক প্রাচীন বৈষ্ণব ঐল চক্রবত্তিপাদের কার্য্য দর্শনে ইহাকে শ্রীরূপ গোস্বামীরই দ্বিতীয় মৃত্তি বলিয়া মনে করিতেন । - আনন্দ-রসময়-বিগ্ৰহ শ্ৰীল কৃষ্ণচৈতন্ত মহাপ্রভূ শ্রীরঘুনাথদাস গোস্বামীকে প্রতিদিন শুদ্ধ সাত্ত্বিকভাবে সেবা করিবার জন্য নিজের প্রেমঘন দ্বিতীয় যুক্তি শ্ৰীগোবৰ্দ্ধনশিলা দান করিয়াছিলেন । শ্ৰীল দাস গোস্বামী শ্রীবৃন্দাবনের শ্রীরাধাকুণ্ড-তটস্থিত স্বীয় ভজনকুটীরে জীবনের শেষ মূহূৰ্ব পর্য্যন্ত এই শিলার সেবা নিষ্ঠ সহকারে করিয়াছিলেন। র্তাহার অপ্রকটের পর তদীয় প্রিয় শিষ্য শ্রীল কৃষ্ণদাস - - - --سمند------------------ - - - ---- میس

  • এই মন্দির জীর্ণ হইয়া ভগ্ন হইলে ২৪ পরগণার অন্তর্গত জয়নগর মজিলপুরের সন্নিহিত বড় গ্রামের স্বৰ্গীয় নন্দকুমার বস্তু মহাশয় ১৮১৯ খৃঃ শ্ৰীল গোবিন্যজীর, ১৮২৩ খৃঃ শ্ৰীল মদনমোহনজীর ও ঐল গোপীনাথষ্ট্রীর বর্তমান মন্দির নির্মাণ করাইয়াছেন । বৰ্ত্তমান শ্ৰীল গোবিন্দজী ১৯১১ সালের বৈশাখমাসে প্রতিষ্ঠিত । - “ . . . . .