পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○o মাধুর্য্যকাদম্বিনী । [ ৩য় বৃষ্টি: | ( পাদটীকা ) যথা—১ । ভগবদগৃহে যানে আরোহণ করিয়া গমন । ২ তথায় পাদুকণ লইয়া গমন। ৩। উৎসবাদিতে দেবতার সেবা না করা। ৪। দেবতার অগ্রে প্রণাম না করা। উচ্ছিষ্ট অবস্থায় ভগবদ্বননাদি। ৬। অশৌচ অবস্থায় ভগবদ্বন্দনাদি ৷ ৭ ৷ এক হস্তে প্রণাম । ৮। দেবতাকে পৃষ্ঠপ্রদর্শনপূর্বক প্রদক্ষিণ । ৯ । দেবতাগ্রে পাদ-প্রসারণ। ১০ । তদগ্রে কটি-বন্দনাদি । ১১ ৷ তদগ্ৰে শয়ন । ১২ । তদগ্রে ভক্ষণ। ১৩ । তদগ্রে মিথ্যাভাষণ। ১৪ । তদগ্রে উচ্চ-ভীষণ । ১৫ । তদগ্রে পরস্পর কথোপকথন । ১৬ । তদগ্রে রোদনাদি । ১৭ ৷ তদগ্রে কাহারও নিগ্রহ বা অনুগ্রহ। ১৮। তদগ্রে নিষ্ঠুর ক্রর ভাষণ। ১৯। তদগ্রে কম্বলের দ্বারা গাত্রাবরণ। ২০ । তদগ্রে পরনিন্দী। ২১ । তদগ্রে পরস্তুতি ॥ ২২ ৷ তদগ্রে অশ্লীল ভাষণ । ২৩ ৷ অধোবায়ুত্যাগ । ২৪। শক্তি থাকিতেও গোঁণোপচার প্রদান। ২৫ । অনিবেদিত বস্তু ভক্ষণ। ২৬ । তত্তং কালজাত ফলাদির অনপণ । ২৭। ভূক্ত বা ব্যবহৃত ব্যঞ্জনাদির অবশেষ সমর্পণ। ২৮। তদগ্রে পৃষ্ঠ রাখিয়া উপবেশন। ২৯ । তদগ্রে অন্ত ব্যক্তিকে অভিবাদন । ৩০। গুরু কোন প্রশ্ন করিলেও তদগ্রে মৌনাবলম্বন। ৩১ । তদগ্রে নিজের প্রশংসা । ৩২। ও দেবতার নিন্দন। বরাহপুরাণে যাহা উক্ত হইয়াছে, তাহাও সংক্ষেপে লিখিত হইল। যথা—রাজান্নভক্ষণ, অন্ধকারময় গৃহে শ্ৰীমূৰ্ত্তির স্পর্শ, অবিধি পূর্বক শ্ৰীবিগ্রহ-সমীপে গমন, বাদ্যব্যতিরেকে মন্দিরের দারোদঘাটন, কুকুরাদি কর্তৃক দূষিত ভক্ষ্য সংগ্রহ, অর্চনাকালে মৌনভঙ্গ, পূজাকালে মূত্রপুরীষাদি ত্যাগার্থে গমন। গন্ধমাল্যাদি প্রদান না করিয়া ধূপদান, অবৈধপুপাদির দ্বারা পূজা ; দস্ত ধাবন করিয়া, স্ত্রীসংসর্গ করিয়া, রজস্বলা দীপ ও মৃতদেহ স্পর্শ করিয়া, রক্ত নীল বা অধৌত বস্ত্র, অন্যের ত্যক্ত বা মলিনবস্ত্র পরিধান করিয়া, মৃতদেহ দর্শন করিয়া, অধোবায়ু ত্যাগ করিয়া, ক্রুদ্ধ হইয়া, শ্মশান ভ্রমণ করিয়া, ভুক্তারের অপরিপাক না হইতে, কুমুম্বফুল, শাক বা হিঙ্গ ভোজন করিয়া, তৈলমর্দন করিয়া ঐবিগ্রহের স্পর্শ বা তদীয় কাৰ্য্য করণ।" এতদ্ব্যতীত “ভগবচ্ছাস্ত্রের অনাদর করিয়া অন্ত শাস্ত্রের প্রবর্তন, দেবতার সম্মুখে তাম্ব ল চৰ্ব্বণ, এরণ্ডাদি নিষিদ্ধ পগ্রন্থ পুপদ্বারা পূজা, আমুরকালে পূজা,