পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ) ঠাকুরমহাশয় ১৫৩৩ শকাদীয় কাৰ্ত্তিকী কৃষ্ণlপঞ্চমী তিথিতে আত্মগোপন করিলে তাহার প্রধান শিষ্য শ্ৰীল গঙ্গামারায়ণ চক্রবর্তী ও তাঙ্কণর অভিন্নপ্রাণ প্ৰল রামকৃষ্ণ আচাৰ্য্য ঠাকুরই ঐল ঠাকুর মহাশয়ের প্রবর্তিত বৈষ্ণব-সম্প্রদায়ের আশ্রয়-স্বরূপ পরিগণিত হন। শ্ৰীল গঙ্গানারায়ণ চক্রবর্তী অপুত্ৰক ছিলেন। তাহার অনুরূপ পত্নী রামনারায়ণী-দেবীর গর্ভে বিষ্ণুপ্রিয়া নামে একটা মাত্র কম্ভ জন্মগ্রহণ করেন । চক্ৰবৰ্ত্তী ঠাকুরের অভিন্নপ্রাণ সথা ও পরমার্থভ্রাভ শ্ৰীল রামকৃষ্ণ আচার্য্যের ঔরসে তাহার মূৰ্ত্তিমতী ভক্তিস্বরূপ পতিরঞ্জ ভাৰ্য্যার গর্ভে রাধাকৃষ্ণ ও কৃষ্ণচরণ নামক দুইটী পুত্র জন্মগ্রহণ করে । কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করিলেই রামকৃষ্ণ আচাৰ্য্য ঠাকুর স্বীয় সখা গঙ্গানারায়ণকে তাহার কনিষ্ঠপুত্ৰ শ্ৰীকৃষ্ণচরণকে দান করেন। যথা নরোত্তমবিলাসে-- “রামকৃষ্ণ গঙ্গানারায়ণ এক প্রাপ । দেহ মাত্র ভিন্ন লোকে করে এক জ্ঞান | ঐঠাকুর চক্রবর্তী সস্তান-রহিত । কে বুঝিতে পারে তার অকথ্য চরিত। আচাৰ্য্য জানিয়া মনোবৃত্তি ধমনে । অল্পকালে দিলা পুত্র গঙ্গানারায়ণে ॥” শ্ৰীকৃষ্ণচরণ ভক্তি-শাস্ত্রের অনুশীলনে ও সাধারণ ভক্তির আচরণে স্বকুলেরই অনুরূপ হইয়াছিলেন। গঙ্গাতীরবর্তী বালুচরের গম্ভীলা নামক পল্পী গঙ্গানারায়ণের নিবাসস্থান ছিল । শ্ৰীকৃষ্ণচরণ শ্ৰীমদনমোহন নামক জীবিগ্রহ স্থাপন করিয়া তাহার সেবা প্রবর্তন করেন। এ সম্বন্ধে শ্ৰীল বিশ্বনাথ চক্রবৰ্ত্তী তারার “স্তবায়ুস্তলহরী"র পরমগুরু-প্রভুবরাষ্টকে বলিতেছেন— “স্থিতি: মুরসরিতটে মদনমোহনে জীবনম্। পূহ রসিক-সঙ্গমে চতুরিমা জনোদ্ধারণে ॥ ঘৃণা বিষয়িষ্ণু ক্ষম ঝটিতি যস্ত চানু ব্ৰজে । স কৃষ্ণচরণপ্রভূঃ প্ৰদিশতু স্বপাদামুতুম্‌ ৷” “গল্পীতীরে র্যাহাঁর স্থিতি, মদনমোহনই যাহার জীবন, রসিক-ভক্তগণের সঙ্গলাভই যাহার ইচ্ছা, পতিতজনের উদ্ধার বিষয়ে যাহার পটুতা, বিষয়িগণে ।