পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 ) ব্যাকরণাদিশাস্ত্রে অধিকার না থাকায়—শ্ৰীভক্তির সামুতসিন্ধু—শ্ৰীউজ্জ্বলনীলমণি ও শ্ৰীলঘুভাগবতামৃত এই অবশু-পাঠ্য গ্রন্থত্রয় পাঠ করিতে বা সম্যক আলোচনা করিতে সমর্থ নহেন—র্তাহাদিগের জন্ত তিনি এই তিন গ্রন্থের সংক্ষিপ্তসার অতি সরল সংস্কৃতভাষায় ‘শ্ৰীভক্তিরসামুতসিন্ধুবিন্দু “শ্ৰীউজ্জল-নীলমণিকিরণ" ও "লীভাগবতামৃতকণা” নামে সংগ্ৰহ করিয়া ঐ সময়ে প্রচার করেন । অনস্তর তিনি সারার্থবর্ষিণী নামক শ্ৰীমদ্ভগবদগীতাব টীকা, আনন্দ-চন্দ্রিক নামে উজ্জলনীলমণির টীকা, বিদগ্ধমাধবের টীকা, ললিতমাধবের টীকা, 6গাপালতাপনীর টীকা এবং সুবোধিনী নামী অলঙ্কার-কৌস্তুভের টাকা প্রকাশ করেন। কোন্‌ সময়ে এই পুস্তকের টীকা রচনা আরম্ভ হয় এবং কোন সময়ে শেষ হয়, তাহ সম্পূর্ণ নির্দেশ করা না গেলেও সৈয়দাবাদ-বাসকালেই যে উক্ত গ্রন্থাবলীর টীকা . রচিত হয়, এরূপ অনুমান বোধ হয় অসঙ্গত হইবে না । কারণ, উহার মধ্যে বহু BBBD SBBBBBBSBBBB BBBBBBBBS BBBB BBBBBSBBB ঐবিশ্বনাথ শৰ্ম্ম-কর্তৃক রচিত বলিয়। আত্মপরিচয় প্রদান করিয়াছেন। শ্ৰীবৃন্দাবনে আগমন । ইহীর পরেই শ্ৰীল চক্রবর্তী শ্রীবৃন্দাবনে গমন করেন। ঐ সময়ে তিনি শ্ৰীবৃন্দাবনের নানাস্থানে অবস্থান করিতেন এবং ঐ সময়ে স্বসম্প্রদায়-কর্তৃক অনুরুদ্ধ হইয়া তিনি শ্ৰীভাগবতের সারার্থদর্শিনী নামী টীকা রচনা আরম্ভ করেন। তাহার কৃত তৃতীয়-স্বন্ধের টীকা শেষ হইবার সময় তিনি যমুনাতটে বাস করিতে ছিলেন—একথার উল্লেখ করিয়াছেন। ১৬২৬ শকাব্দায় সারার্থদশিনী টীকার রচনা শেষ হয় । বিশ্বনাথ বৃন্দাবন গমন করিবার পূৰ্ব্বে শ্ৰীবৃন্দাবনের পূর্বসম্পদ ও ঐর অপহ্নতি ঘটিয়াছিল। শ্ৰীল গোস্বামিপাদগণের তিরোভাবের সঙ্গেই অপ্রাকৃত শ্রীধাম আপনার মহিমা ও সৌন্দৰ্য্য গোপন করিতে আরম্ভ করিয়াছিলেন । শ্ৰীজীবের প্রিয়-শিষ্যমণ্ডলীরও ক্রমশ: তিরোভাব ঘটিতেছিল। স্বয়ং প্রকাশ ঐবিগ্রহসকলও যবনের অত্যাচারের ছলে শ্ৰীবৃন্দাবন ত্যাগ করিতেছিলেন.। অম্বুমান ১৫৯২ শকাদীয় মোগল সম্রাট আওরঙ্গজেব সসৈন্তে মথুরায় আগমন BBD BBBBB DBBBB BBB BB BBBBS BDD BBB KBBBBS