পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭মী বৃষ্টি: ] মাধুর্য্যকাদম্বিনী। ৬৫ অস্মিন শু্যামলিমানং ব্রজমহেন্দ্রনন্দনস্যাঙ্গানামেব আরুণ্যং তদীয়াধরনেত্রান্তাদেরেব ধবলিমানং তদীয়বদনৰ্ম্মিতচন্দ্রিকাদেরেব পীভিমানং তদস্বরভূষণাদেরেব লেচুং লব্ধাসন্নসময়মিব বলিতোৎকণ্ঠং ভক্তস্য নয়নদ্বন্দ্বমশ্র ভিরজস্রমাত্মানমভিষিঞ্চেৎ । গীতং তদীয়ং মুরল্যা এব শিঞ্জিতং তদীয়নুপুরাদেরেব সৌস্বৰ্য্যং তদীয় কণ্ঠস্যৈৰ নিদেশং তচ্চরণপরিচরণস্যৈব তৎকৃতং কমপি স্বস্তাবতংসৗকর্তং মৃগ্যদিব স্থানে স্থানে ক্ষণে ক্ষণে শ্রবণদ্বয়ং নিশ্চলীভবছন্নমেৎ । এবমেব কী দৃশে। লা তদুভয়করকিশলয়স্পর্শ ইতি তদৈৰ তমনুভবদিল গাত্ৰং রোমাঞ্চিতং ভবেৎ। তৎসৌরভ্যং লভ্যমানমিৰ বিহুষৌ নাসে প্রফুল্লে ক্ষণে ক্ষণে শ্বাসং গৃহীত্ব পরিচিচীষেতাম । হন্ত সা ফেনা কিং মে স্বাদনীয়া ইতি ভদৈব তামুপগভমানেৰ রসনাপুল্লাসং দধানৈবোষ্ঠধরে লিস্থাৎ কদাপি ভনীয়ক্ষত্তেী হইলেও তাহাকে ব্রহ্মাদিরও নমস্য করিয়া তুলেন । ঐ ভাব উদিত হইলে ব্রজরাজনন্দনের অঙ্গসমূহের শ্যামলিমা, তীয় অধর ও নেত্রপ্রাপ্তাদির অরুশিম, র্তাহার বদন-সুধাকরের মৃদুহাস্তের ধবলিমা, তাহার বস্ত্র ও ভূষণাদির পীতিমা প্রভৃতির অনুভব করিয়া আসন্ন সময়ে রুদ্ধকণ্ঠ হইয়া নয়নযুগলের অজস্র অশ্রুবর্ষণের দ্বারা আত্মাকে অভিষিক্ত করিয়া থাকেন। তখন ভাদৃশ ভক্ত উাহার মুবলীর মধুর গীতধ্বনি, তাহার নূপুরাদির সিঞ্জিতধ্বনি, তদীয় মধুর কণ্ঠের সৌন্ধৰ্য্য এবং তদীয় চরণ-পরিচর্য্যা-বিষয়ে তৎকৃত সাক্ষাৎ নিদেশ শুনিয়া আত্মাকে চরিতীৰ্থ করিবার জন্তই যেন স্থানে স্থানে ক্ষণে ক্ষণে উহার অনুসন্ধান করিয়া শ্রবণদ্বয়কে কখনও উদ্ধে ও কখনও নিম্নে স্থাপিত করিয়া নিশ্চল হইয়া অবস্থান করেন । এইরূপ কখনও বা তাহার করকিশলয়ের স্পর্শ কিরূপ তাহ যেন অনুভব করিয়াই রোমাঞ্চিতগাত্র হয়েন । কখনও বা র্তাহার অঙ্গগন্ধ আস্ত্ৰাণ ফুরিয়া* প্রফুল্ল-নাসিকাদ্বয়ের দ্বারা ক্ষণে ক্ষণে শ্বাস গ্রহণ করিয়া পরম পুলকিত হইয়া থাকেন। কখনও কখনও বা তাহার অধর মুদা কি আমার আস্বাদ করিবার যৌভাগ্য হইবে—এইরূপ মনে করিয়া જે