পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ মাধুর্য্যকাদম্বিনী। { ৮মী বৃষ্টি । বৰ্দ্ধিষ্ণে মহোৎকণ্ঠায়াং চ কোইপ্যাননামহোদধিরাবির্ভবম্নাহঁতি কবিসরস্বতীলকুট্যা পরিমেয়তাম। যথা হি অতিনিবিড়তরবিটপদলকুলপ্রবলিতমহাস্যগ্রোধতলন্ত স্বরদীর্ঘিকাহিমসলিলসস্তু তদটশতবলয়িততটস্তাতিশিশিরত্বে তদাশ্রয়িতুর্জনস্ত চ তপস্তুতরণিকিরণতগুমরুসরণিমহাপান্থত্বে চ। তথা কাদম্বিনীঘনাসারস্তাপারত্ব ইব তদভিষিচ্যমানস্ত বনমতঙ্গজস্ত চিরন্তনদপদবথুদুনত্বেন চ তথা সুধাকরণস্যাতিমধুরত্বে তৎপানকর্তৃক্ষ মহারোগশ বম্বে স্বাদলোলুপত্বে চ যস্তাদাত্মিক আনন্দঃ স এব দিগদর্শনাৰ্থং ভস্তোপমানীক্রিয়তে ॥ ১ ॥ তত্ৰ প্ৰথমং লব্ধাপারচমৎকারস্ত ভক্তস্ত লোচনয়োঃ স্বসৌন্দর্য্যং প্রকাগুতে প্রভুণ । ততস্তন্মাধুৰ্যোণ সর্বেন্দ্রিয়াণাং মনসশ লোচন প্রেমসহকারে উহার অস্বাদন করিতে প্রবৃত্ত হইয়া ভক্তের হৃদয়ে প্রতিক্ষণ বৰ্দ্ধমান মহতী উৎকণ্ঠ জন্মে এবং পরিশেষে তাহীতেই এমন এক আননা মহোদধির আবির্ভাব ঘটিয়া থাকে যে, কবিবাক্য সাধারণতঃ অতিশয়ৌক্তিতে পরিপূর্ণ হইলেও কোনও কবিবাক্যই তাঁহার পরিমাণ নির্দেশ করতে সমর্থ হয় না। নীদাঘকালে সূৰ্য্যকিরণোত্তপ্ত মরুপথে প্রয়াত মহাপথিকের নিবিড়তর শাখাপ্রশাখা-সস্কুল প্রকাও বটবৃক্ষের ছায়ায় অবস্থিত মুরদীর্ঘিকায় বহুশত ঘট হিমশীতল জলদ্বারা ধৌত তটদেশ আশ্রয় করিলে, অথবা চিরন্তন দাবানলপীড়িত বন্যগজ নিবিড় জলধরের অপরিমিত ধারাভিষিক্ত হইলে অথবা মহারোগশতে প্ৰপীড়িত স্বাছ-লোলুপ ব্যক্তি অতি মধুর অমৃত পান করিলে যাদৃশ আনন্দ ভোগ করে, ভক্তের আনন্দকে তাদৃশ বলিলে দিগদর্শনাথ উহার কথঞ্চিৎ তুলনা মাত্র করা হয়। অথর্ণং কোনও প্রকার বৈষয়িক আননের সহিত এই অপ্রাকৃত আনন্দ-সাগরের তুলনা হইতে পারে না ৷ ১ ৷ * প্রথমে তদুদয়ে অতিশয় চমৎকৃত ভক্তের লোচনযুগলে প্ৰভু ভগবান নিজ সৌন্দৰ্য্য প্রকাশ করিয়া থাকেন। অনন্তর তাহার ঐ মাধুর্ঘ্যের দ্বারা ভক্তের সৰ্ব্বেন্দ্রিয় ও নয়নযুগলের সহিত মিলিত হইয়া সেই মহামাধুর্য্য দর্শনে