খ্রীরামচরিত। ՎԶ উপদেশ পথের কণ্টক স্বরূপ; তাহারদের চরিত্র মৰ্ব্বথা দুষণীয়। কিন্তু প্রত্যুর্ত আততায় নিবারণার্থে-আত্মরক্ষার্থে-স্বদেশের মঙ্গল সম্পাদনাৰ্থে-যাহারা যুদ্ধব্রতে ব্ৰতী হয়েন, র্তাহারদের কার্য্যকে দুষ্য বলিয়া বিবেচনা করা উচিত নহে। শ্রীরামচন্দ্র এই শেষোক্ত শ্রেণি মধ্যে গণনীয়, তাহাতে সন্দেহ নাই। পশ্চাল্লিখিত প্রস্তাবइब्रि ट्रेशं नcवंगां* श्¢न । - -س--00----ه প্রথমতঃ রামচন্ত্রের জন্মকাণীম ভারতবর্ষের কীদ্বশী অবস্থা ছিল, তাহা অবগত হওয়া আবশ্যক। অতএব এস্থলে ভদ্বিষয়ের উল্লেখ করা বাইতেছে। রামচন্দ্রের পিতা রাজা দশরথ পৃথিবীপুজ্য সুৰ্য্যকুলে উৎপন্ন হইয়াছিলেন ; তিনি শরফুর্তীরস্থ লোকবিশ্রুত অযোধ্যা নগরীতে রাজত্ব করিতেন ! তৎকালে ভারত বর্ষে অপব বহু নৃপতি সত্বে ও বংশমর্যাদা হেতু তাহার যথেষ্ট্র সন্ত্রম ছিল । কিন্তু তিনি এক জন কামভৌগপ্রিয় ব্যসনাসক্ত পুরুষ ছিলেন ; কোন মতেই বাজ সিংহাসনের উপযুক্ত ছিলেন না। তিনি কৌশল্য, কেকয়ী, এবং সুধিএ নাম্নী রাজকুমারীত্রয়ের পাণিগ্রহণ করেন, এবং অক্ষ্যন পঞ্চাশদধিক সপ্তশত রমণীকে উপপত্নী রাখিয়াছিলেন ইংরেদিগকে লইয়াই তিনি নিরস্তুব, অন্তঃপুর মধ্যে কাল যাপন করিতেন, রাজ কয্যের প্রতি দৃকপাতও করিতেন না। যদিও এ বিষয়ে ইদানীন্তন কোন কোন হিন্দু নৃপতির নিকট দশরথের পরা
পাতা:শ্রীরামচরিত.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।