পাতা:শ্রীরামচরিত.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 গ্রীরামচরিত। জয় স্বীকার আছে, তথাপি সাত শত পঞ্চাশ স্ত্রীকে গ্রহণ করাও ষে জগদীশ্বরের নিয়মবিরুদ্ধ বিগৰ্হিত কৰ্ম্ম, তাহাতে সন্দেহ কি ? যাহা হউক, যৎকালে তিনি অভিহিতপ্রকারে কামিনীগণ সঙ্গে ক্রীড়াকুতুহলে কাল হরণ করিতেছিলেন, তখন ভারতবর্ষ মধ্যে মহা মহা রাজবিপ্লব সকল উপস্থিত হইতেছিল। কেবল আন্তরিককলহের দ্বারা এ সমস্ত ব্যাপারের সূত্রপাত হয় নাই; কিন্তু বিদেশীয় কোন পরাক্রান্ত রাজার প্রভাব ওভারত রাজ্য মধ্যে পরিব্যাপ্ত হইবার উপক্রম হইতেছিল। বিপদের সময় দুৰ্গতি চতুর্দিক হইতে উপস্থিত হয়। তৎকালে ষে সকল ব্যক্তি ভারতবর্ষের আর আর অংশে রাজসিংহাসনাৰূঢ় ছিলেন, সময় দোষে র্তাহারাও দশরথের ন্যায় অন্যায্যসুখাসক্ত হইয়াছিলেন। তৎ সময়ে এই বৃহদেশ কি তুর্দশায় পতিত হয়। বোধ হইতেছে, যখন মাহমুদশাহ ভারতবর্ষের ধনাপহরণ করেন, প্রস্তাবিত সময়ের উপমা তাহারই সহিত উপযুক্ত। আর্ষ লোকেরা আপনারদের দুর্ভাগ্য আপনারাই স্বজন করিয়াছিলেন। র্তাহার। আপনারদের মধ্যে—ব্রাহ্মণ ক্ষত্রিয় পরস্পর—তুমুল বিবাদ আরন্ধ

  • ষধ, রাজা মানসিংহের ১৫ • • উপপত্নী ছিল।

কৃত্তিবাস লিখিয়াছেন, যে একদা রাজ্য মধ্যে অনাহইলে দশরথ শনির নিকট গমন করেন, এবং শনির দৃষ্টি প্রযুক্ত আকাশহইতে পতৎমান হইয়াছিলেন; মধ্যপথে জটায়ু পক্ষী উাহাকে আশ্রয় দেয়। এই ৰূপকের তাৎপৰ্য্য পশ্চাৎ ক্রমে প্রকাশিত হইতেছে।