পাতা:শ্রীরামচরিত.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রীরামচরিত। * ক্ষেত্র, শ্যামলবৰ্ণসমন্বিত বৃক্ষশ্রেণি, বহুপগুসয়াকীর্ণ গহন কানন, সমুচ্চতর মুকুটিত পৰ্ব্বত নিচয়, নিৰ্ম্মল জলতরঙ্কিণী প্রভৃতি দ্বার সুশোভিত-সুবর্ণ, পদ্মরাগ, গোমেদক প্রভৃতি প্রচুর বহুমূল্য রত্নদ্বার পরিপুরিত, লঙ্ক দ্বীপ তাদৃশী উপাধিরই উপযুক্ত বটে* রাবণ এই বিচিত্র মুখধামের অধীশ্বর ছিলেন। র্তাহার শারীরিক বলের সহিত মানসিক বলের গোঁসাদৃশ্য ছিল। সিকদার, খানিবঙ্ক নেপোলিওন প্রভৃতি বীরদিগের সহিত র্তাহার বীরত্ব তুলনা করিলে অসঙ্গত হয় না। তিনি বর্তমান ইংরেজদের ন্যায় রাজকৌশল প্রকাশ করিতেন। যেমন পঞ্চনদেশ্বর রণজিত সিংহের প্রাচুর্ভাবকালে ইংরেজের র্তাহার যথেষ্ট্র সম্মান করিতেন ; কিন্তু তাহার অবিদ্যমানতায় শিখদিগের গৃহ মধ্যে কলহ উপস্থিত হইলে র্তাহার মধ্যহইতে পঞ্জাবের স্বাধীনতা গ্রহণ করিয়াছেন; তেমন, যখন ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ইতরেতর সংগ্রাম দ্বারা ভারতবর্ষের অতীব দুরবস্থা উপস্থিত হইল, তখন রাবণ রাজা এই সাম্রাজ্যকে অক্রিমণ করিতে আরম্ভ করিলেন। তিনি ইহার অনেক অংশকেই এক প্রকার নিৰ্ব্বিবাদে করতলস্থ করিতে সমর্থ হইলেন। • বোধ করি, লঙ্ক ও সিংহল (শীলন ) নাম যে এক দ্বীপেরই প্রতিপাদক, ইহা এক্ষণে প্রদর্শন করা বাহুল্য। ইহা গ্রীকৃদের গ্রন্থে টীপুরাবণ ও আরবদের গ্রন্থে সরঙ্গীব নামে আখ্যাত হইয়াছে। প্রমাণ আছে ষে এই ক্ষণকার অপেক্ষা লঙ্কার আয়তন পুৰ্ব্বে অধিক ছিল।