পাতা:শ্রীরামচরিত.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W* শ্রীরামচরিত। কিন্তু ভারতবর্ষীয় লোকের সময় ক্রমে আপনারদের অবিবেচনার ফল প্রতীত হইলেন। স্বজাতির মধ্যে বিবাদ প্রযুক্ত দেশের স্বাধীনতা পৰ্য্যন্ত লুপ্ত হইবার উপক্রম হইল, ইহা দেখিয় ঐকপরামর্শের আবশ্যকতা সহজেই উপলব্ধ হইতে পারে। যদিও তাহার। তখন সমস্ত বিবাদ বিলম্বাদ বিসর্জন দিলেন, তথাপি সৰ্ব্বোপরি সেনাপতি হইয় রাবণের সমকক্ষত করিতে পারেন এমত কোন নৃপতি ভারতবর্ষে বর্তমান ছিলেন না ; র্তাহার। ইন্দ্রিয়সুখে অভিভূত হইয় পৌৰুষহীন হইয়৷ ছিলেন । পরম্ভ, বিপত্তিসুদন পরমেশ্বরের এমনি মঙ্গলময় নিয়ম যে সেই বিষম সঙ্কট সময়ে মহাত্মা রামচন্দ্র আবির্ভূত হওত জন্মভূমির দুঃখ মোচন করিয়া আৰ্য্য নামের গৌরব রক্ষা করিলেন। দশরথের জ্যেষ্ঠ পত্নী কৌশল্যাগর্ভে শ্রীরামচন্দ্রের জন্ম হয় তাহার জন্মকালীন বিবরণ বঙ্গদেশীয় প্রাচীন কবি কর্তৃক বিচিত্রভাবে বণিত হইয়াছে ; যথা—

  • অযোধ্যায় জন্ম যদি নিল নারায়ণ । লঙ্কায় অমঙ্গল দেখে লক্ষার রাবণ ॥ আচম্বিতে রাবণের সিংহাসন দোলে। দশ মুকুট খসে তার পড়ে ভুমি তলে ॥
  • চৈত্র মাসের নবমী তিথিতে র্তাহার জন্ম হইয়াছিল।