স্ত্রীরামচরিত। 3. দশ মুখে হায় স্থায় করে দশানন । আচম্বিতে মুকুট খসিল কি কারণ?” কৃত্তিবাস। . রামচন্দ্র যথোপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসে প্রবৃত্ত হয়েন। বোধ হইতেছে যে তিনি ধৰ্ম্মনীতি, রাজনীতি, বেদ, এবং অন্ত্রবিদ্যা প্রভৃতি শিক্ষা করিয়াছিলেন। ভবিষ্যতে ষে এক জন মহৎ মনুষ্য হইবেন, রামচন্দ্র বাল্যাবস্থাতেই তাহার লক্ষণ প্রকাশ করিয়াছিলেন। যৌবনে প্রবেশ করিতে না করিতে র্তাহার বীর্ঘ্য প্রদর্শনের বিলক্ষণ অবকাশ সমাগত হইল। একদা মৈথিল রাজ্যে বিশ্বামিত্র প্রভৃতি ঋষিগণ যজ্ঞামুষ্ঠান করিতেছিলেন; কিন্তু অবৈদিক অসভ্য লোক সকল, যাহার বাল্মীকি কর্তৃক রাক্ষস +’ বলিয়া আখ্যাত হইয়াছে, তাহারদের দৌরাত্ম্যে অভিহিত শুভকাৰ্য্য সমাধা করা সুকঠিন হইয় উঠে। মুনির ইহার প্রতি • কবির রাবণকে দশানন নাম দিয়াছেন ; মমুষ্যের দশমুণ্ড হওয়া সম্ভব নহে, ইহা বলা বাহুল্য মাত্র। বস্তুত। উক্ত নাম প্রদান দ্বারা রাবণকে বহু নপতি এবং বীরের সমান বল অভিপ্রায় । + অদ্যপি র্যাহারদের রাক্ষসদিগকে মনুষ্যারিক্ত প্রাণি বলিয়া বিশ্বাস আছে, তাহার ৫৬ সংখ্যা তত্ত্ববোধিনী পত্রিক দেখিবেন।
পাতা:শ্রীরামচরিত.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।